1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় সার্ক জ্বালানিমন্ত্রীদের সম্মেলন

১৫ সেপ্টেম্বর ২০১১

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় পাওয়ার গ্রিড সংযোগ স্থাপনের কাজ চলছে৷ এতে সার্কভুক্ত সব দেশই লাভবান হবে৷ আর এই অঞ্চলে জলবিদ্যুত বিনিময়ের কৌশল নিয়েও আলোচনা হচ্ছে৷

https://p.dw.com/p/12ZaQ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: Mustafiz Mamun

ঢাকায় সার্ক জ্বালানিমন্ত্রীদের দু'দিনের এই সম্মেলনের উদ্দেশ্য হল, এই অঞ্চলে জ্বালানি নিরাপত্তার পথ খুঁজে বের করা৷ এজন্য সার্কের এজেন্ডার শীর্ষে আছে জ্বালানি নিরাপত্তা৷ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জ্বালানি নিরাপত্তা এই অঞ্চলের বড় চ্যালেঞ্জ৷ আর তা মোকাবেলা করার জন্য সার্কভুক্ত দেশগুলোকে একযোগে কাজ করতে হবে৷ তিনি জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্ত:দেশীয় পাওয়ার গ্রিড সংযোগ স্থাপনের কাজ চলছে৷ এতে সার্কের সব দেশই লাভবান হবে৷ তিনি বলেন, এই অঞ্চলে জলবিদ্যুতের বিপুল সম্ভাবনা রয়েছে৷ তাই জলবিদ্যুত বিনিময়ের কৌশল নিয়েও আলোচনা হচ্ছে৷

শেখ হাসিনা বলেন, দারিদ্র্য এই অঞ্চলের মানুষের প্রধান শত্রু৷ আর এই দারিদ্র্য দূর করতে হলে একযোগে কাজ করার বিকল্প নেই৷ দারিদ্র্য দূর করতে খাদ্য নিরাপত্তা যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন জ্বালানী নিরাপত্তা৷

সার্ক জ্বালানিমন্ত্রীদের এই সম্মেলনে সার্কভুক্ত দেশের জ্বালানি মন্ত্রী ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তা ও জ্বালানি বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক