হিজরাদের প্রথম ‘প্রাইড মার্চ’
১১ নভেম্বর ২০১৪সোমবার ঢাকায় অন্তত এক হাজার হিজরা প্রাইড মার্চে অংশ নেন৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের এবং বিদেশের অনেকেই বিষয়টি নিয়ে আলোচনা করছেন৷
দিল্লির মারিও ডা পেনহা এ সম্পর্কিত একটি সংবাদ শেয়ার করে বাংলাদেশের জাতীয় পতাকা সম্বলিত প্রাইড মার্চের একটি ছবি টুইটারে পোস্ট করেছেন৷
কাজী তাহসিন আঘাজ লিখেছেন, বাংলাদেশের হিজরা প্রাইড মার্চে দেশের বিভিন্ন জেলা থেকে অংশ নিয়েছেন তৃতীয় লিঙ্গের মানুষ৷ এছাড়া একই বিষয়ে আরো একটি টুইট করেছেন তিনি৷
বাংলাদেশের বিখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম তৃতীয় লিঙ্গের উপর শাহাদাত হোসেন নির্মিত একটি চলচ্চিত্রের প্রোমো টুইটারে শেয়ার করেছিলেন কয়েকমাস আগে৷
নিশা ‘ড্রিমি পোর্ট্রেইটস' এর তোলা হিজরাদের অসাধারণ কিছু ছবি শেয়ার করেছেন টুইটারে৷
এছাড়া ট্রান্সজেন্ডার ক্যানাডা ঢাকার হিজরাদের সমাবেশের খবরটি টুইটারে শেয়ার করেছে৷
সংকলন: অমৃতা পারভেজ
সম্পাদনা: জাহিদুল হক