1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে অটল বিএনপি

১২ জানুয়ারি ২০১২

নির্বাচন কমিশন গঠনের আগেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহাল দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি৷ তারা রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বলেছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের পর নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করা যাবে৷

https://p.dw.com/p/13hl6
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপোশ করতে প্রস্তুত নয় বিএনপিছবি: DW

বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি'র ১৫ সদস্যের একটি দল বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেন৷ বিএনপি'র সঙ্গে আলোচনার শুরুতেই রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, তিনি আশা করেন এই সংলাপের মধ্য দিয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা সম্ভব হবে৷

কিন্তু বিএনপি'র সঙ্গে সংলাপে নির্বাচন কমিশন নিয়ে কোন আলোচানায়ই যায়নি৷ তারা বলেছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগে পুনর্বহাল করতে হবে৷ তারপর তারা নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করবেন৷ তারা মনে করে, নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়৷ সংলাপ শেষে এসব কথা সাংবাদিকদের জানান বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, হান্নান শাহ এবং ড. ওসমান ফারুক৷

এদিকে সংলাপের পর প্রেস ব্রিফিং-এ বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতি তাদের এই অবস্থানের কথা সরকারকে জানানোর প্রতিশ্রুতি দিয়েছেন৷ তিনি বলেন, সংলাপে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানান উচিত ছিল৷

এদিকে আজ শাসক দল আওয়ামী লীগ রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেবে৷ আওয়ামী লীগের সিনিয়র নেতা রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, আগামী ১৪ই ফেব্রুয়ারি রাষ্ট্রপতিকে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে৷ বিরোধী দল চাইলে এরপর সংসদে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করতে পারে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান