তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে অটল বিএনপি
১২ জানুয়ারি ২০১২বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি'র ১৫ সদস্যের একটি দল বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেন৷ বিএনপি'র সঙ্গে আলোচনার শুরুতেই রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, তিনি আশা করেন এই সংলাপের মধ্য দিয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা সম্ভব হবে৷
কিন্তু বিএনপি'র সঙ্গে সংলাপে নির্বাচন কমিশন নিয়ে কোন আলোচানায়ই যায়নি৷ তারা বলেছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগে পুনর্বহাল করতে হবে৷ তারপর তারা নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করবেন৷ তারা মনে করে, নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়৷ সংলাপ শেষে এসব কথা সাংবাদিকদের জানান বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, হান্নান শাহ এবং ড. ওসমান ফারুক৷
এদিকে সংলাপের পর প্রেস ব্রিফিং-এ বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতি তাদের এই অবস্থানের কথা সরকারকে জানানোর প্রতিশ্রুতি দিয়েছেন৷ তিনি বলেন, সংলাপে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানান উচিত ছিল৷
এদিকে আজ শাসক দল আওয়ামী লীগ রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেবে৷ আওয়ামী লীগের সিনিয়র নেতা রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, আগামী ১৪ই ফেব্রুয়ারি রাষ্ট্রপতিকে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে৷ বিরোধী দল চাইলে এরপর সংসদে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করতে পারে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক