সাগর-রুনি হত্যাকাণ্ড
১৩ ফেব্রুয়ারি ২০১২আইজিপি বলেছেন, শিগগিরই এই হত্যা মালমলায় জড়িতদের গ্রেফতার এবং চিহ্নিত করার ব্যাপারে ইতিবাচক খবর দেয়া সম্ভব হবে৷
শনিবার সাগর-রুনি হত্যাকাণ্ডের খবর জানার পর স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন বলেছিলেন, ৪৮ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার সম্ভব হবে৷ ৪৮ ঘন্টা শেষ হওয়ার পর সোমবার দুপুরে পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলনে কথা বলেন পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার৷
তিনি বলেন, সময়সীমা বেঁধে দিয়ে তদন্ত শেষ করা সম্ভব নয়৷ তবে ইতিমধ্যেই তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে৷ শিগগিরই এই হত্যাকাণ্ডের তদন্তের ব্যাপারে ইতিবাচক খবর দেয়ার কথা জানান তিনি৷
অপরাধীদের চিহ্নিত করা গেছে কিনা বা কেউ গ্রেফতার হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে তিনি জানান, যে সময় পার হয়েছে তাতে তদন্তে অগ্রগতি হওয়ার কথা এবং তা হয়েছে৷ তবে গ্রেফতার বা চিহ্নিত হওয়ার খবর তদন্তের এ পর্যায়ে দেয়া ঠিক নয় বলে মনে করেন পুলিশের আইজি৷
এদিকে সোমবারও ঢাকাসহ সারাদেশে সাগর-রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের প্রতিবাদে মানব বন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা৷ তারা মুখে কালো কাপড় বেঁধে এই নির্মম হত্যাকণ্ডের বিচার দাবি করেন৷ সাংবাদিকরা দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানান৷
অন্যদিকে মহানগর পুলিশের মুখপাত্র উপ-কমিশনার মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, সোমবার দুপুরের পর তদন্তকারী সংস্থাগুলো তাদের তদন্তের অগ্রগতি এবং ফলাফল নিয়ে বৈঠক করেছে৷ তদন্তে সাফল্য এসেছে৷ অপরাধীরা অচিরেই গ্রেফতার হবে বলে তিনি উল্লেখ করেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক