1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তফসিল ঘোষণার পর বিভিন্ন জেলায় সহিংসতা, আগুন

১৬ নভেম্বর ২০২৩

বাংলাদেশে নির্বাচনী তফসিল ঘোষণার পর বিভিন্ন জেলায় সহিংসতা হয়েছে। বাস, ট্রেনে আগুন ধরানো হয়েছে। সংঘর্ষ হয়েছে।

https://p.dw.com/p/4YrFW
সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর অনেক জায়গা. বাসে আগুন ধরানো হয়। ফাইল ছবি।
সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর অনেক জায়গা. বাসে আগুন ধরানো হয়। ফাইল ছবি। ছবি: Mohammad Ponir Hossain/REUTERS

ঢাকা, চাঁদপুর, বগুড়া, সিলেট নোয়াখালী, গাজীপুর ও চট্টগ্রামে ৩৬টি যানবাহনে আগুন ধরানো হয়েছে বা ভাঙচুর করা হয়েছে বলে ডেইলি স্টার জানিয়েছে। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্য়ালয়ের টিএসসিতে তিনটি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা।

বাসে, ট্রেনে আগুন

বৃহস্পতিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে আগুন ধরানো হয়েছে। ঘরিন্দা স্টেশনে টাঙ্গাইল কমিউটার ট্রেনে আগুন ধরানো হয়েছে। বগুড়ার এসপি-র বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে ২০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

ঘরিন্দা স্টেশনে ট্রেনে আগুন দেয়ায় তিনটি কামরা পুড়ে গেছে। এই ,স্টেশনে সিসিটিভি ক্যামেরা আছে। কিন্তু যে তিনটি কামরায় আগুন লাগানো হয়েছে সেখানে ক্যামেরা ছিল না বলে ডেইলি স্টার জানিয়েছে। বৃহস্পতিবার ভোররাত দুইটা ৫৩ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। কারা এই কাজ করেছে তা জানা যায়নি।

বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈরে একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন ধরিয়ে দেয়া হয়। বাসটি পুড়ে গেছে। কারা এই কাজ করেছে তা পুলিশ জানাতে পারেনি।

পুলিশ-বিএনপি সংঘর্ষ

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি-র নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সাত পুলিশ-সহ ২৫ জন আহত হয়েছেন। পুলিশের অভিযোগ, বিএনপি কর্মীরা শহরে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। 

গাড়ি ভাঙচুর

 চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে ২০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘোষেরহাট ও পল্লীবিদ্যুৎ এলাকায় এই ঘটনা ঘটেছে। অন্ততপক্ষে ১৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে প্রচুর পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। চাঁদপুর শহরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

ঢাকায় একটি ট্রাকে আগুন ধরায় দুষ্কৃতীরা। সিলেটে লেগুনায় আগুন দেয়া হয়। বগুড়ার কনটেনারবাহী গাড়িতেও আগুন দেয়া হয়। নোয়াখালীতে দশটি কাভার্ডব্যান ও অটোরিকশা ভাঙচুর করা হয়েছে।

চট্টগ্রামে রাস্তার ধারে থাকা দুইটি বাসে আগুন ধরানো হয়।

জিএইচ/এসজি