‘তরুণ’ মেসির গোল, রোনালদোর পেনাল্টি মিস
তিন মাস বিরতির পর স্পেন আর ইটালিতে আবার ফুটবল মাঠে গড়িয়েছে৷ জার্মানির বুন্ডেসলিগা আগেই শুরু হয়েছে৷ আর ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে বুধবার৷
‘তরুণ’ মেসি
দাড়ি নেই, চুলও একটু বড়- সবমিলিয়ে করোনার পর মেসিকে দেখে অনেকের মেসির শুরুর দিককার কথা মনে পড়ে গেছে৷ আর নয়দিন পর ৩৩-এ পা রাখলেও শনিবার মেসির খেলা দেখে মনে হয়েছে যেন তিনি আবার নতুন করে ক্যারিয়ার শুরু করছেন৷ সেই তেজ, সেই নৈপুণ্য৷ ফলে মায়োর্কার বিরুদ্ধে দলের চারটি গোলের একটি তাঁর, আর দুটিতে করেছেন অ্যাসিস্ট! লা লিগায় শীর্ষে থাকা বার্সা রেয়ালের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে আছে৷
মাদ্রিদের দুশ্চিন্তা
স্পেনের রাজধানীতে বেলজিয়ামের তারকা আজারের প্রথম মৌসুম চলছে৷ রবিবার আইবারের বিরুদ্ধে রেয়ালের করা তিন গোলের প্রতিটিতেই আজার ভূমিকা রেখেছেন৷ কিন্তু এক ঘণ্টা পর ডান পায়ের গোড়ালিতে সমস্যার কারণে তাঁকে মাঠ ছাড়তে হয়েছে৷ গত মার্চেই ঐ পায়ে অস্ত্রোপচার হয়েছে৷ আগামী ৩৯ দিনে লা লিগায় ১১টি ম্যাচ খেলতে হবে রেয়ালকে৷ তার আগে আজারের এই সমস্যা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে৷
পেনাল্টি মিস
শুক্রবার ইটালিয়ান কাপ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইয়ুভেন্তুস বনাম এসি মিলানের ম্যাচ দিয়ে তিন মাস পর ইটালিতে ফুটবল মাঠে গড়িয়েছে৷ ১৬ মিনিটের সময় পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ক্রিস্টিয়ানো রোনালদো৷ তবে ম্যাচটি ০-০ গোলে ড্র হলেও ফাইনালে উঠেছে রোনালদোর দল৷ বুধবার নেপোলির বিরুদ্ধে ফাইনাল খেলবে তারা৷
শিরোপার আরও কাছে বায়ার্ন
টানা অষ্টমবারের মতো বুন্ডেসলিগার শিরোপা জয় থেকে মাত্র এক ম্যাচ দূরে বায়ার্ন মিউনিখ৷ মঙ্গলবার ব্রেমেনের সঙ্গে জিতলেই ৩০তম বারের মতো শিরোপা জিতবে তারা৷ শেষ ম্যাচে লেভান্ডোস্কি ও ম্যুলারবিহীন বায়ার্ন বোরুসিয়া ম্যুনশেনগ্লাডবাখকে ২-১ গোলে হারিয়েছে৷ ইউরোপের মধ্যে বুন্ডেসলিগা সবার আগে শুরু হয়েছে৷ করোনার পর প্রথম ম্যাচটি হয় গত ১৬ মে৷
শুরু হয়েছে তুর্কি লিগও
লা লিগা আর সিরি আ ছাড়াও গত সপ্তাহান্তে কঠোর নিয়মনীতির মধ্য দিয়ে তুরস্কের সুপার লিগ শুরু হয়েছে৷ শুক্রবার ফেনারবাচে ২-১ গোলে হারিয়েছে কায়সারিস্পোকে৷ দর্শকবিহীন স্টেডিয়ামে খেলতে হওয়ায় ফেনারবাচে স্টেডিয়ামের আসনগুলোতে সমর্থকদের কার্ডবোর্ড বসিয়েছিল৷ ইউরোপের অনেক ক্লাবই এখন এমনটা করছে৷ করোনা কারণে স্টেডিয়ামে ঢোকা প্রত্যেকের তাপমাত্রা মেপে দেখা হচ্ছে৷ ফুটবলও নিয়মিত জীবাণুনাশক দিয়ে ধোয়া হচ্ছে৷
ইংলিশ প্রিমিয়ার শুরু বুধবার
অবশিষ্ট নয়টি ম্যাচের মধ্যে দুটি জিতলেই ৩০ বছর পর ইংলিশ প্রিমিয়ারের শিরোপা জিতবে লিভারপুল৷ তবে বুধবার করোনার পর শুরু হতে যাওয়া লিগের প্রথম দিনে যদি ম্যান সিটি আর্সেনালের কাছে হেরে যায়, আর রবিবার এভারটনের সঙ্গে জিতে যায় লিভারপুল, তাহলে সেদিনই শিরোপা নিশ্চিত হয়ে যাবে৷ কিন্তু সামাজিক দূরত্বের নিয়ম মানতে গিয়ে এত আরাধ্য শিরোপা নিয়ে শহর প্রদক্ষিণ করা সম্ভব হবে না লিভারপুলের৷