1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংকট নিরসনের চেষ্টায় ইইউ

ক্রিস্টফ হাসেলবাখ / এসিবি২৭ জুন ২০১৩

বেকারত্ব বৃদ্ধি, অনেক ব্যাংকের দেউলিয়াত্ব এবং সব সামলাতে গিয়ে সদস্যদেশগুলোর ত্রিশঙ্কু অবস্থা – এত কিছুর সমাধান দরকার৷ জোটভুক্ত বলে সেই দেশগুলোকে রক্ষার ভারও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর৷ এ নিয়ে সম্মেলন চলছে ব্রাসেলসে৷

https://p.dw.com/p/18xRp
#46426955 - Geldspritze15 © B. Wylezich
ছবি: Fotolia/B. Wylezich

সমস্যাগুলো বড় সংকটে রূপ নিয়েছে এবং ইইউ পড়েছে বেকায়দায়৷ ইউরোপে এখন ২ কোটি ৬০ লক্ষ বেকার৷ মোট বেকারের মধ্যে ৬০ লক্ষই তরুণ৷ অবস্থা আরো ভয়ানক যাতে না হয়ে ওঠে সে জন্য সাত বছর মেয়াদের একটা প্রকল্প শুরু করছে ইইউ৷ ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত চলবে এ প্রকল্প৷ এখনো সব চূড়ান্ত নয়৷ পরিকল্পনা চূড়ান্ত, তবে তা বাস্তবায়নের আগে ব্রাসেলসে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দু'দিনের শীর্ষ সম্মেলনে এ বিষয়ে আলোচনা হবে৷ সম্মেলনে যে প্রকল্পের সমালোচনা হবে, বিরোধীতা হবে এ বিষয়ে বিশ্লেষকদের অনেকেই মোটামুটি নিশ্চিত৷ ইইউ-তে বিশ্বমন্দার কবলে পড়ে ধুঁকতে থাকা দেশগুলোকে রক্ষা করা এবং তা করতে গিয়ে অপেক্ষাকৃত ভালো অবস্থার দেশগুলোর ওপর চাপ – এসব নিয়ে অসন্তোষ, মতবিরোধ দানা বেঁধেছে আগেই৷

Brussels, Belgium, August 27; 2012. -- European Union flags are seen in front of the Berlaymont, the headquarter of the European Commission. Foto: Thierry Monasse/DPA
ইউরোপীয় ইউনিয়নছবি: picture-alliance/dpa

ব্যাংক দেউলিয়া হলে কে বাঁচাবে? কেন সরকার! এই পন্থায় কাজ করতে গিয়ে দেখা গিয়েছে শেষ পর্যন্ত ভোগান্তিটা বেশি হয় সাধারণ নাগরিকদের৷ করের চাপে প্রায় পিষ্ট হতে হয় তাঁদের৷ তাই ইইউ এখন অন্য বিকল্পের পক্ষে৷ সমস্যা দেখা দিলে সমাধানের প্রথম উদ্যোগটা নিতে হবে ব্যাংকগুলোর অংশীদার, অর্থাৎ শেয়ারহোল্ডারদের৷ দু'দিনের আলোচনায় এ বিষয়টিও চূড়ান্ত হয় কিনা দেখার অপেক্ষায় আছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷

এর বাইরেও জোটভুক্ত দেশগুলোকে রক্ষা করে ঐক্য ধরে রাখার পথে আরো বাঁধা, আরো সমস্যা আছে ইইউ-র৷ অথচ সেসব দূর করার আগেই নেয়া হচ্ছে সদস্য বাড়ানোর উদ্যোগ৷ আগামী পহেলা জুলাই ইইউ-র ২৮তম সদস্য হবে ক্রোয়েশিয়া৷ সার্বিয়াও নাকি সদস্যপদ পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল করে ফেলেছে৷ এখন কেবল দিনক্ষণ ঘোষণার অপেক্ষা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য