1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

তাইওয়ানের সঙ্গে অ্যামেরিকার প্রতিরক্ষা চুক্তি

৮ ফেব্রুয়ারি ২০২২

তাইওয়ানের সঙ্গে ১০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি করলো অ্যামেরিকা। এর ফলে চীনের উপর বাড়তি চাপ তৈরি হবে।

https://p.dw.com/p/46euw
তাইওয়ানে মিসাইল লঞ্চার পাঠিয়েছে অ্য়ামেরিকা। ছবি: Daniel Ceng Shou-Yi/ZUMA Press Wire/picture alliance

তাইওয়ানের এয়ার-ডিফেন্স মিসাইল ব্যবস্থার উন্নতি ও রক্ষণাবেক্ষণের কাজ করবে অ্যামেরিকা। বাইডেন প্রশাসন তাই তাইওয়ানকে ১০ কোটি ডলারের যন্ত্রপাতি ও পরিষেবা দেয়ার প্রস্তাব অনুমোদন করেছে। এটা দিয়ে দ্বীপরাষ্ট্রের এয়ার-জিফেন্স ব্যবস্থা উন্নত করা হবে।

ইউএস ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি (ডিএসসিএ) একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ওই অঞ্চলে আর্থিক ও রাজনৈতিক স্থায়িত্ব ও ভারসাম্যের স্বার্থে তাইওয়ানের প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের উন্নতি ঘটানো হবে।

বিবৃতিতে বলা হয়েছে, এই পুরো কাজটাই করা হবে অ্যামেরিকার জাতীয় স্বার্থে। অ্যামেরিকা তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরদার করে গড়ে তুলতে চায়।

চীনকে চাপে রাখতে

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ দিয়েছে। তারা জানিয়েছে, এক মাসের মধ্যেই চুক্তি কার্যকর হবে। তাদের দাবি, চীন সমানে উসকানিমূলক কাজ করছে এবং সামরিক শক্তি বাড়াচ্ছে। এই পরিপ্রেক্ষিতে অ্যামেরিকার সঙ্গে তাইওয়ানের প্রতিরক্ষা সমঝোতা খুবই জরুরি।

তাইওয়ানের পরিস্থিতি

অ্যামেরিকা এমনিতে 'ওয়ান চায়না' নীতির সমর্থক এবং তারা তাইওয়ানকে চীনের অংশ বলে মনে করে। কিন্তু একইসঙ্গে তারা জানিয়েছে, তাইওয়ান যাতে নিজেকে রক্ষা করতে পারে, সেজন্য অ্যামেরিকা দায়বদ্ধ। তাইওয়ানের অভিযোগ, চীনের যুদ্ধবিমান সমানে তাদের এয়ার ডিফেন্স জোনে ঢুকে পড়ছে। গত ২৩ জানুয়ারিও চীনের ৩৯টি যুদ্ধবিমান তাদের এয়ার ডিফেন্স জোনে ঢুকেছিল।

জিএইচ/এসজি (এপি, রয়টার্স)