তারকাদের আমফান আতঙ্ক
আমফানের ভয়াবহতা উঠে এসেছে তারকাদের টুইটে। অনেকেই সমবেদনা জানাচ্ছেন দুর্গতদের। দিচ্ছেন পাশে থাকার আশ্বাস।
শাহরুখ খান
তিনি পশ্চিমবঙ্গের লোক নন। কিন্তু কলকাতাকে প্রাণ দিয়ে ভালোবাসেন। কলকাতা নাইট রাইডার্সের মালিক এবং রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসডর শাহরুখ জানিয়েছেন, আমফান বিধ্বস্ত পশ্চিমবঙ্গের পাশে দাঁড়াতে তৈরি তিনি। ত্রাণের জন্য নাইট রাইডার্সের তরফ থেকে রাজ্য সরকারকে অর্থ সাহায্য করা হবে।
বিরাট কোহলি
ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক লিখেছেন, 'আমফানে বিধ্বস্ত পশ্চিমবঙ্গ এবং ওড়িশার সকলের জন্য প্রার্থনা করছি। আশা করি খুব দ্রুত সব কিছু স্বাভাবিক হয়ে যাবে।'
রবি শাস্ত্রী
প্রাক্তন ক্রিকেটার এবং ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী বলেছেন, 'এ এক ভয়াবহ পরিস্থিতি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই প্রার্থনা।'
করণ জোহর
বলিউডের পরিচালক করণ জোহরও পশ্চিমবঙ্গের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। ঝড়ের তাণ্ডব যখন পুরো দমে চলছে, তখন করণ লিখেছেন, 'পশ্চিমবঙ্গের মানুষের জন্য প্রার্থনা করছি'।
সৃজিত মুখোপাধ্যায়
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাঁর অভিযোগ, জাতীয় স্তরের গণমাধ্যম পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি নিয়ে সম্পূর্ণ উদাসীন। সৃজিতের শ্লেষ, 'এ দেশের জাতীয় সংগীত কিন্তু বাংলা ভাষায়!'
জয়া আহসান
পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই বাংলাতেই সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এখন তিনি বাংলাদেশে। জয়ার প্রতিক্রিয়া, 'পশ্চিমবঙ্গ তো মনে হচ্ছে কোনও ভয়ানক দৈত্যের পায়ের তলায় মিশে গিয়েছে!'
দেব
অভিনতা এবং ঘাটালের সাংসদ দেব লিখেছেন, 'মৃত্যু এবং ধ্বংসলীলা খুব কাছ থেকে দেখলাম। এমন কখনও দেখতে হবে ভাবিনি। যাঁদের পরিবারে মৃত্যু হয়েছে, তাঁদের সমবেদনা জানাচ্ছি্।' দেবকে নিয়ে অবশ্য বিতর্ক শুরু হয়েছে। তিনি ঘাটালের সাংসদ। এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও কেন তিনি নিজের এলাকায় যাননি, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।
রুদ্রনীল ঘোষ
ঝড়ের দিন সকাল থেকেই বার বার ফেসবুকে আপডেট দিচ্ছিলেন অভিনেতা রুদ্রনীল। ঈশ্বরের প্রতি তাঁর অনুযোগ, 'অসুখ দিলেন। জীবন-জীবিকা-প্রাণ সব কেড়ে নিলেন। শেষে আজ নিরপরাধ গরিবের আশ্রয়টুকুও! এ কেমন পরীক্ষা?'