তারকাদের যৌন কেলেঙ্কারি
তারকাদের যৌন কেলেঙ্কারিতে জড়ানো নতুন কিছু নয়৷ এই তালিকায় এবার যোগ হলো পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নাম৷ জেনে নিন গত ৬০ বছরে বড় কিছু কেলেঙ্কারিতে জড়ানো কয়েকজন তারকা ব্যক্তিত্বের কথা৷
ধর্ষণের অভিযোগ রোনাল্ডোর বিরুদ্ধে
পর্তুগালের ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন মার্কিন মডেল ক্যাথরিন মায়োর্গা৷ তিনি অভিযোগ করেছেন যে, ২০০৯ সালে লাস ভেগাসের এক হোটেল কক্ষে রোনাল্ডো তাঁর সঙ্গে জোরপূর্বক যৌনসম্পর্ক স্থাপন করেন৷ পরে বিষয়টি আদালতের বাইরে নিষ্পত্তির জন্য অর্থ প্রদান করেন৷
ফুটবলার যখন যৌন নিপীড়ক
তারকা ফুটবলারদের যৌন কেলেঙ্কারির খবর ইংল্যান্ডে অন্তত প্রায় নিয়মিতই আসে৷ তাই এবার যে জাতীয় দলের সাবেক ফুটবলার অ্যাডাম জনসনেরও এক নাবালিকার সঙ্গে ‘আপত্তিকর’ আচরণের খবর এলো তা নিয়ে খুব বেশি হৈ চৈ নেই৷ ইংলিশ প্রিমিয়ার লিগে জনসন সান্ডারল্যান্ডের ফুটবলার৷ সান্ডারল্যান্ডেরই এক অপ্রাপ্তবয়স্কা ভক্তকে ভুলিয়ে-ভালিয়ে কাছে টেনে তার সঙ্গে যৌন নিপীড়নমূলক আচরণ করার অভিযোগে এখন কারাদণ্ড ভোগের অপেক্ষায় জনসন৷
কৌতুকাভিনেতার আড়ালে ‘খলনায়ক’?
যুক্তরাষ্ট্রের কৌতুকাভিনেতা বিল কসবি এক সময় সারা বিশ্বেই জনপ্রিয় ছিলেন৷ তাঁকে কেন্দ্রীয় ভূমিকায় রেখে তৈরি টিভি সিরিয়াল ‘বিল কসবি শো’ বাংলাদেশেও এক সময় ভীষণ জনপ্রিয় ছিল৷ সম্প্রতি উন্মোচিত হয়েছে বিল কসবির জীবনের দীর্ঘ এক কলঙ্কিত অধ্যায়৷ অন্তত ৫০ জন নারীর অভিযোগ, খ্যাতির তুঙ্গে থাকার সময় কসবি ছলচাতুরীর আশ্রয় নিয়ে মাদক সেবন করিয়ে তাঁদের ধর্ষণ করেছিলেন৷
প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও একই অভিযোগ
ইটালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতায় থাকার সময় তিনি এক মরোক্কান কিশোরী নর্তকীর সঙ্গে অর্থের বিনিময়ে যৌন সম্পর্ক গড়েছেন৷ আদালতে অভিযোগ প্রমাণ না হওয়ায় বেকসুর খালাস পান বার্লুসকোনি৷ তবে তিনি নির্দোষ কিনা এ বিষয়ে সন্দেহ রয়েই গেছে৷ কেননা, অভিযোগ উঠেছে যে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভুল প্রমাণ করতে তিনি নাকি ১০ মিলিয়ন ইউরো খরচ করেছেন!
স্ট্রাউস কান-এর কেলেঙ্কারি
নিউ ইয়র্কের এক হোটেল পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর প্রধান ডমিনিক স্ট্রাউস কান-এর বিরুদ্ধে৷ তার পরপরই এক ফরাসি লেখিকা জানান যে, তাঁর সঙ্গেও যৌন নিপীড়নমূলক আচরণ করেছেন স্ট্রাউস-কান৷ আদালতে অবশ্য অভিযোগ দু’টি প্রমাণিত হয়নি৷
নোবেলজয়ীর কলঙ্ক
ভারতের রাজেন্দ্র কে পাচৌরির নাম নোবেল জয়ীদের সারিতে উঠেছিল ২০০৭ সালে৷ সে বছর জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে অবদান রাখায় নোবেল পুরস্কার পায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যানেল (আইপিসিসি)৷ সংস্থার প্রধান হিসেবে পাচৌরিই পুরস্কারটি গ্রহণ করেছিলেন৷ ২০১৫ সালে তাঁর বিরুদ্ধেও যৌন হয়রানির অভিযোগ ওঠে৷ অভিযোগ অস্বীকার করলেও আইপিসিসি প্রধানের পদ ছাড়তে হয় পাচৌরির৷
মরণের পরে...!
বিবিসি টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপক জিমি স্যাভিল মারা গেছেন ২০১১ সালে৷ তবে জীবদ্দশায় তিনি যেসব ‘অপকর্ম’ করেছেন তা নিয়ে এখনো গবেষণা চলছে৷ বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য৷ অথচ বেঁচে থাকতে তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি৷ বরং ‘স্যার’ উপাধি পেয়েছিলেন তিনি৷ ১৯৫৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ২১৪টি যৌন নিপীড়নের সুনির্দিষ্ট অভিযোগে স্যাভিলকে অবশ্য কোনোদিনই শাস্তি পেতে হবে না৷