1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তাসনিম খলিল ও তিন গোয়েন্দা 

১০ এপ্রিল ২০২০

সাংবাদিক তাসনিম খলিল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন, ৯ এপ্রিল সামরিক গোয়েন্দাদের তিনজন সিলেটে তার মায়ের বাড়ি যান; ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করার আগে তার ছেলে যে দেশের সম্মান ধুলোয় লুটিয়ে দিচ্ছেন সে বিষয়ে প্রশ্ন করেন।

https://p.dw.com/p/3akyp
Tasneem Khalil Jounalist aus Bangladesch
ছবি: Privat

সাংবাদিক খলিল দেশের বাইরে থাকেন, তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত পরিচয় নেই। তার পরিবেশিত সংবাদ সত্য না মিথ্যা তা-ও আমার জানা নাই। 

আমি স্তম্ভিত রাষ্ট্রের প্রতিক্রিয়া দেখে। তাসনিম খলিলের বক্তব্য সত্য হলে আমাদের সকলের জন্যই তা ভয়ানক বার্তা বহন করে।

আমি জোর দাবি জানাই, রাষ্ট্র এই তিন গোয়েন্দার কার্যক্রমের ব্যাখ্যা দিক। আমরাও বুঝতে শিখি এই ৫৬ হাজার বর্গমাইলের কী করিলে কী হইবে?

Khaled Muhiuddin
খালেদ মুহিউদ্দীন জ্যেষ্ঠ সাংবাদিক ও টিভি উপস্থাপক৷ ডয়চে ভেলে বাংলা বিভাগের সাবেক প্রধান।