1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্কাইপ যখন দোভাষী

২৯ মে ২০১৪

ইন্টারনেটের এপারে বসে আপনি বলবেন বাংলায়, আর হাজার মাইল দূরে অন্য প্রান্তে আপনার কথা বিদেশি বন্ধুটি শুনতে পাবেন তাঁর নিজের ভাষায়৷ স্কাইপের মাধ্যমে তাৎক্ষণিক দোভাষী সেবা চালুর এই চমকপ্রদ ঘোষণাটি দিয়েছে মাইক্রোসফট৷

https://p.dw.com/p/1C8Lz
ছবি: picture-alliance/dpa

মাইক্রোসফট কর্পোরেশন এই সেবার নাম দিয়েছে ‘রিয়েল টাইম স্কাইপ ট্রান্সলেটর’৷ মঙ্গলবার যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে এর পরীক্ষামূলক সংস্করণের কার্যকারিতা দেখিয়ে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেন, কারো সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ভাষা যেন বাধা হতে না পারে – স্কাইপ ট্রান্সলেটর তা নিশ্চত করবে৷

চলতি বছরের শেষ নাগাদ উইন্ডোজ এইট অপারেটিং সিস্টেমের জন্য স্কাইপের এই পরীক্ষামূলক সংস্করণটি উন্মুক্ত করা হবে৷ তবে এই দোভাষী সেবার জন্য পয়সা দিতে হবে কিনা, সে বিষয়ে কিছু জানাননি নাদেলা৷

তাঁর ভাষায়, স্কাইপ ট্রান্সলেটর হবে একটি জাদুকরী প্রযুক্তি৷ তবে গবেষণা প্রকল্প থেকে এই দোভাষী সফটওয়্যারকে ব্যবহারযোগ্য পণ্যের রূপ দেয়াই এখন মূল কাজ৷

ট্রান্সলেটরের কাজ দেখাতে ওই অনুষ্ঠানে বসেই মাইক্রোসফটের একজন ইংরেজিভাষী কর্মকর্তা স্কাইপে কথা বলেন তাঁর এক জার্মানভাষী সহকর্মীর সঙ্গে৷ অনুষ্ঠানে উপস্থিত একজন জার্মানভাষী অতিথি তাঁর মূল্যায়নে বলেন, হালকা আপলচারিতার জন্য স্কাইপ ট্রান্সলেটরের অনুবাদ চলনসই, তবে ব্যবসায়িক বা আনুষ্ঠানিক কাজের জন্য নয়৷

স্কাইপ ট্রান্সলেটরের একেবারে প্রাথমিক একটি সংস্করণ ১৮ মাস আগে চীনা ব্যবহারকারীদের সামনে এনেছিল মাইক্রোসফট৷ সে সময় চীনে স্কাইপ ব্যবহারকারীর সংখ্যা হু হু করে বাড়তে শুরু করে৷

Satya Nadella CEO Microsoft Archiv 30.01.2014
মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলাছবি: Reuters/Microsoft

‘স্পিচ রিকগনিশন টেকনোলজি’ বা কণ্ঠ শুনে শনাক্ত করার প্রযুক্তি উদ্ভাবনে বহু বছর ধরে কাজ করে আসছে মাইক্রোসফট৷ চলতি বছরের শুরুতে উইন্ডোজ ফোনের জন্য ‘কোরটানা’ নামে একটি ‘ভয়েস অ্যাকটিভেটেড পারসোন্যাল অ্যাসিসট্যান্ট’ আনার ঘোষণা দেয় তারা, যেটি তৈরি করা হয়েছে অ্যাপলের আইফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য৷

মাইক্রোসফট ২০১১ সালের মে মাসে সাড়ে ৮ বিলিয়ন ডলারে ‘স্কাইপ’ কিনে নেয়৷ বর্তমানে প্রতি মাসে প্রায় ৩০ কোটি গ্রাহক এই ইন্টারনেটভিত্তিক টেলিফোন সেবা ব্যবহার করেন৷

জেকে/ডিজি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য