তিন কারণে বিশ্ব পুঁজিবাজারে ঊর্ধ্বগতি
২৫ নভেম্বর ২০২০অ্যাপল, মাইক্রোসফট, বোয়িংয়ের মতো নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ ও নাসদাক স্টক মার্কেটে লেনদেন করা ৩০টি নামকরা ও বড় কোম্পানির শেয়ার লেনদেনের সূচক হচ্ছে ‘ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ’৷
বিশ্বের বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের যে তিনটি সূচকের খবর বেশি রাখেন তার মধ্যে ডাও জোন্স একটি৷ মঙ্গলবার লেনদেন শেষে এর পয়েন্ট দাঁড়ায় ৩০,০৪৬.২৪-তে৷ অর্থাৎ এই প্রথমবারের মতো ডাও ৩০ হাজারের ফলক পেরলো৷
করোনা মহামারি শুরুর দিকে ২৩ মার্চ ডাও জোন্স সূচক ছিল ১৮,৬০০৷
এদিকে, বুধবার জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের পুঁজিবাজারে লেনদেনের শুরুতে ঊর্ধ্বগতি দেখা গেছে৷ জাপান ও অস্ট্রেলিয়ায়ও সূচক বেড়েছে৷
পুঁজিবাজারে এমন ইতিবাচক পরিবর্তনের জন্য তিনটি কারণকে চিহ্নিত করেছেন বাজার বিশ্লেষকরা৷ প্রথমত, যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তরে ট্রাম্প প্রশাসনের আনুষ্ঠানিক স্বীকৃতি৷ সোমবার এই স্বীকৃতি দেয় ট্রাম্প প্রশাসন৷ ফলে নতুন প্রশাসন গড়ে তুলতে প্রয়োজনীয় তহবিল পাবেন বাইডেন৷ এছাড়া তাকে নিয়মিত গোয়েন্দা ব্রিফিংও দেয়া হবে৷
এছাড়া নতুন অর্থমন্ত্রী হিসেবে মার্কিন ফেডারেল রিজার্ভের সাবেক প্রধান জ্যানেট ইয়েলেনকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন বাইডেন৷ তিনি আয় বৈষম্য কমাতে কাজ করবেন বলে মনে করা হচ্ছে৷
সিঙ্গাপুরের আইজি-র সিনিয়র মার্কেট স্ট্র্যাটেজিস্ট জিংয়ি পান বলছেন, শুরুর অনিশ্চয়তা শেষে বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি এখন নিশ্চিত হয়েছে৷ এছাড়া অর্থমন্ত্রী হিসেবে ইয়েলেনের নির্বাচন পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মধ্যে উৎসাহ তৈরি করেছে৷
‘মিতসুবিশি ইউএফজে মর্গান স্ট্যানলি সিকিউরিটিজ’এর চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট নরিহিরো ফুজিত বলছেন, ‘‘এখন প্রধান বিষয় হচ্ছে, বাইডেন প্রশাসন কাজ শুরু করবে৷’’ জানুয়ারিতে বাইডেনের ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত পুঁজিবাজারের ইতিবাচক অবস্থা চলতে পারে বলে আশা করছেন তিনি৷ এরপর বাইডের শপথ গ্রহণের পর বাস্তবতা সামনে আসতে পারে বলে মনে করছেন নরিহিরো ফুজিত৷
করোনার টিকা নিয়ে অগ্রগতি হওয়ায় বিভিন্ন দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে৷ এই খবরও বিশ্বের বিনিয়োগকারীদের আশান্বিত করছে বলে জানান মার্কেট স্ট্র্যাটেজিস্ট জিংয়ি পান৷
জেডএইচ/কেএম (রয়টার্স, এপি)
২৫ আগস্টের ছবিঘরটি দেখুন...