তিন বছরে মাগনা ৪৫ লাখ টাকা পেলে কী করবেন?
২৭ আগস্ট ২০২০পরীক্ষামূলক এই গবেষণায় অংশ নিতে আগ্রহীদের কাছ দারুণ সাড়া পাওয়া গেছে৷ মাত্র এক সপ্তাহে ১৫ লাখের বেশি স্বেচ্ছাসেবী অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে শর্তহীন অর্থ আয়ের জন্য৷ আয়োজকেরা মোট এক হাজার পাঁচশো অংশগ্রহণকারী খুঁজছেন যাদের মধ্যে কমপক্ষে ১২০ জন তিন বছর পর্যন্ত প্রতি মাসে ১২০০ ইউরো করে পাবেন৷ পরীক্ষামূলক তিন বছরের এই প্রজেক্টের জন্য অংশগ্রহণকারীদের অনলাইনে শুধু সাতটি প্রশ্নপত্রের উত্তর দিতে হবে পরীক্ষামূলক এই প্রজেক্টের ওয়েবসাইটে৷
প্রায় দেড় লাখ দাতা সংস্থা অংশগ্রহণকারীদের জন্য করহীন এই অর্থের যোগান দেবে৷ সবশেষে প্রতি অংশগ্রহণকারী ৪৩,২০০ ইউরো পাবে৷ এই প্রজেক্টটির উদ্যোক্তা বার্লিনভিত্তিক একটি পাবলিক চ্যারিটি৷
শর্তহীন অর্থ পাওয়ার ফলে জীবনের অনেক সমস্যারই সমাধান হবে বলে বিশ্বাস করেন ‘মাই বেসিক ইনকাম’ চ্যারিটির কর্মকর্তারা৷ তারা মনে করেন, বেচে থাকার জন্য প্রয়োজনীয় অর্থ রোজগারের চাপ সরিয়ে নিলে মানুষ আরো স্বাধীন, সৃজনশীল এবং সামগ্রিকভাবে আরো সুখী হবে বলে মনে করেন তাঁরা৷
জার্মান অর্থনীতি গবেষণা ইনস্টিটিউট এর প্রধান ইয়্যুর্গেন শুপ ডয়চে ভেলেকে বলেন, ‘‘জীবনের প্রয়োজনীয় চাহিদা মেটানোর নিশ্চয়তা থাকায় তখন তারা শর্তহীন অর্থ দিয়ে কি করেন তা নিয়ে আমরা বিশ্লেষণ করবো৷ আমরা জানতে চাই শর্তহীন অর্থের সবটুকু তারা ব্যয় করে, না কিছু পরিমাণ সঞ্চয় করে বা কম কাজ করে কিংবা অর্থ থেকে অন্যকে কিছু দান করে ৷ জানতে চাই, অর্থ কীভাবে মানুষের আচরণকে প্রভাবিত করে? এটা বিজ্ঞানসম্মত একটি কঠিন প্রশ্ন এবং এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সিরিয়াস গবেষণা করা হয়নি৷’’
শর্তহীন মৌলিক আয় বহুদিন ধরে একটি বিতর্কিত বিষয়, যা প্রায়ই মানুষের আদর্শ নিয়ে পক্ষপাতিত্ব করা হয়ে থাকে৷ মানুষের কাজ না থাকলে কী করে, এটাই থেকে যায় এ বিষয়ের মূল প্রশ্ন ৷ তবে বিরোধীরা মনে করেন, এতে মানুষকে আরো বেশি অলস হওয়ার সুযোগ দেওয়া হয়৷
জার্মানিতে এধরনের বেসিক আয়ের প্রকল্পগুলোর জন্য রাজনৈতিক বড় দলগুলোর পক্ষ থেকে এখনো পর্যন্ত কেউ এগিয়ে আসেনি৷
আন্দ্রেয়াস বেকার/এনএস