1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিন বছরে মাগনা ৪৫ লাখ টাকা পেলে কী করবেন?

২৭ আগস্ট ২০২০

নিঃসন্দেহে আকর্ষণীয় একটি অফার! কোনো কাজ না করে জার্মানিতে কিছু মানুষ টানা তিন বছর প্রতি মাসে সোয়া লাখ টাকা (১,২০০ ইউরো) করে হাতে পাবেন৷ বিনিময়ে গবেষকদের জানাতে হবে এই ৪৫ লাখ টাকা পেয়ে তাদের অনুভূতির কথা৷

https://p.dw.com/p/3haSh
ছবি: picture alliance/dpa/C. Klose

পরীক্ষামূলক এই গবেষণায় অংশ নিতে আগ্রহীদের কাছ দারুণ সাড়া পাওয়া গেছে৷ মাত্র এক সপ্তাহে ১৫ লাখের বেশি স্বেচ্ছাসেবী অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে শর্তহীন অর্থ আয়ের জন্য৷ আয়োজকেরা মোট এক হাজার পাঁচশো অংশগ্রহণকারী খুঁজছেন যাদের মধ্যে কমপক্ষে ১২০ জন তিন বছর পর্যন্ত প্রতি মাসে ১২০০ ইউরো করে পাবেন৷ পরীক্ষামূলক তিন বছরের এই প্রজেক্টের জন্য অংশগ্রহণকারীদের অনলাইনে শুধু সাতটি প্রশ্নপত্রের উত্তর দিতে হবে পরীক্ষামূলক এই প্রজেক্টের ওয়েবসাইটে৷

প্রায় দেড় লাখ দাতা সংস্থা অংশগ্রহণকারীদের জন্য করহীন এই অর্থের যোগান দেবে৷ সবশেষে প্রতি অংশগ্রহণকারী ৪৩,২০০ ইউরো পাবে৷ এই প্রজেক্টটির উদ্যোক্তা বার্লিনভিত্তিক একটি পাবলিক চ্যারিটি৷

শর্তহীন অর্থ পাওয়ার ফলে জীবনের অনেক সমস্যারই সমাধান হবে বলে বিশ্বাস করেন ‘মাই বেসিক ইনকাম’ চ্যারিটির কর্মকর্তারা৷ তারা মনে করেন, বেচে থাকার জন্য প্রয়োজনীয় অর্থ রোজগারের চাপ সরিয়ে নিলে মানুষ আরো স্বাধীন, সৃজনশীল এবং সামগ্রিকভাবে আরো সুখী হবে বলে মনে করেন তাঁরা৷

জার্মান অর্থনীতি গবেষণা ইনস্টিটিউট এর প্রধান ইয়্যুর্গেন শুপ ডয়চে ভেলেকে বলেন, ‘‘জীবনের প্রয়োজনীয় চাহিদা মেটানোর নিশ্চয়তা থাকায় তখন তারা শর্তহীন অর্থ দিয়ে কি করেন তা নিয়ে আমরা বিশ্লেষণ করবো৷ আমরা জানতে চাই শর্তহীন অর্থের সবটুকু তারা ব্যয় করে, না কিছু পরিমাণ সঞ্চয় করে বা কম কাজ করে কিংবা অর্থ থেকে অন্যকে কিছু দান করে ৷ জানতে চাই, অর্থ কীভাবে মানুষের আচরণকে প্রভাবিত করে? এটা বিজ্ঞানসম্মত একটি কঠিন প্রশ্ন এবং এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সিরিয়াস গবেষণা করা হয়নি৷’’

শর্তহীন মৌলিক আয় বহুদিন ধরে একটি বিতর্কিত বিষয়, যা প্রায়ই মানুষের আদর্শ নিয়ে পক্ষপাতিত্ব করা হয়ে থাকে৷ মানুষের কাজ না থাকলে কী করে, এটাই থেকে যায় এ বিষয়ের মূল প্রশ্ন ৷ তবে বিরোধীরা মনে করেন, এতে মানুষকে আরো বেশি অলস হওয়ার সুযোগ দেওয়া হয়৷

জার্মানিতে এধরনের বেসিক আয়ের প্রকল্পগুলোর জন্য রাজনৈতিক বড় দলগুলোর পক্ষ থেকে এখনো পর্যন্ত কেউ এগিয়ে আসেনি৷

আন্দ্রেয়াস বেকার/এনএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য