1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিন বছরের মধ্যে এক কোটি এমআরপি দিতে হবে

১০ অক্টোবর ২০১১

২০১৫ সালের পর বাংলাদেশে প্রচলিত হাতে লেখা পাসপোর্ট আর পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য হবেনা৷ সবাইকে আধুনিক মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি নিতে হবে৷ কিন্তু গত দুই বছরে মাত্র সাড়ে আট লাখ এমআরপি দেয়া সম্ভব হয়েছে৷

https://p.dw.com/p/12obU
২০১৫’র পর হাতে লেখা পাসপোর্ট আর চলবেনাছবি: dapd

তিন বছরে আরো এক কোটি পাসপোর্ট দেয়া সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে৷ তবে আশার কথা শুনিয়েছেন এই পাসপোর্ট প্রকল্পের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল রেফাত উল্লাহ৷

ব্রিগেডিয়ার জেনারেল রেফাত উল্লাহ ডয়চে ভেলেকে জানান, তারা এপর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্টের আবেদন পেয়েছেন ১০ লাখ৷ এরমধ্যে সাড়ে আট লাখ পাসপোর্ট তারা দিতে পেরেছেন৷ তিনি জানান বাংলাদেশে ৩৫টি জায়গা থেকে এই পাসপোর্ট দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে৷ আর দেশের বাইরে বিভিন্ন দূতাবাস থেকেও পাসপোর্ট দেয়া হচ্ছে৷

বাংলাদেশে এক কোটি ২০ লাখ মানুষের পাসপোর্ট আছে৷ তবে কোন কোন ব্যক্তি একাধিক পাসপোর্ট ব্যবহার করায় বাস্তবে এই সংখ্যা কমবে৷ কিন্তু ২০১৫ সালের মধ্যে নতুন পাসপোর্টের চাহিদাও বাড়বে৷ সব মিলিয়ে এক কোটিরও বেশি মানুষকে আগামী তিন বছরের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট দেয়া সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে৷ তবে প্রকল্পের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল রেফাত উল্লাহ জানান তারা আশাবাদী৷ তারা মনে করেন এই সময়ের মধ্যে সবাইকে চাহিদা অনুযায়ী নতুন পাসপোর্ট দেয়া যাবে৷

এদিকে মেশিন রিডেবল পাসপোর্ট নিয়ে পাসপোর্ট অফিসগুলোতে দালাল চক্রের উৎপাত এবং দুর্নীতি নিয়ে যে অভিযোগ রয়েছে, তা পুরোপুরি অস্বীকার করেননি তিনি৷ এই ব্যাপারে তিনি জানান, কিছু অভিযোগ তারাও পাচ্ছেন৷ তবে নাগরিকদের সচেতন হতে হবে৷ তার মতে সবাই সচেতন হলে দুর্নীতি করার কোন সুযোগ নেই৷

মেশিন রিডেবল পাসপোর্ট নিয়ে প্রচার চালানোর কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল রেফাত উল্লাহ৷ তিনি বলেন এই পাসপোর্ট নিতে নাগরিকদের উদ্বুদ্ধ করতে হবে৷ নয়তো শেষ সময়ে সবাই ভীড় করলে সমস্যা সৃষ্টি হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য