তিন হাজার তিনশ বছরের পুরনো নৌকার ধ্বংসাবশেষ উদ্ধার
ইসরায়েলের তটভূমি থেকে ৯০ কিলোমিটার দূরে পাওয়া গেছে মালপত্র-সহ এই নৌকাটি, যা অনেক ধারণা বদলে দিচ্ছে।
তিন হাজার তিনশ বছর আগের
ইসরায়েল অ্যান্টিকুইটি অথরিটি(ইএএ) বৃহস্পতিবার জানিয়েছে, একটি সংস্থা প্রাকৃতিক গ্যাসের খোঁজে সমুদ্রতলে ডিলিংয়ের কাজ করছিল, তারাই এই নৌকাটি আবিষ্কার করে। মালপত্র-সহ তিন হাজার তিনশ বছরের পুরনো এই নৌকাই স্থলভূমি থেকে দূরে খোঁজ পাওয়া নৌকার সবচেয়ে পুরনো নিদর্শনের মধ্যে একটি।
ভূমধ্যসাগরের গভীরে
এই ধ্বসাবশেষ পাওয়া গেছে ইসরায়েলের তটভূমি থেকে ৯০ কিলোমিটার বা ৫৬ মাইল দূরে। ভূমধ্যসাগরের গভীরে। এর আশেপাশে কোনো স্থলভাগ নেই।
প্রায় ছয় হাজার ফিট গভীরে
এই নৌকাটি পাওয়া গেছে এক হাজার আটশ মিটার বা পাঁচ হাজার নয়শ ছয় ফিট গভীরে। এতটা গভীরে এই ধ্বংসাবশেষ পড়ে থাকায় তা ঢেউ বা জলস্রোতের হাত থেকে বেঁচে গেছে। তাই তিন হাজার তিনশ বছর পর সেই নৌকা ও তার মধ্যে নিয়ে যাওয়া জিনিস পাওয়া গেছে।
কী করে উদ্ধার?
বছর খানেক আগে প্রাকৃতিক গ্যাসের খোঁজ করতে গিয়ে ১২ থেকে ১৪ মিটার লম্বা এই নৌকা ও তার মধ্যে থাকা প্রচুর জার খুঁজে পাওয়া যায়। সেগুলি পরীক্ষা করতে গিয়েই অবাক করা তথ্য হাতে আসে। এত পুরনো সময়ের ওই নৌকায় জারে করে তেল, মদ বা ফল নিয়ে যাওয়া হচ্ছিল। গবেষকরা বলছেন, ঝড় বা জলদস্যুদের আক্রমণে তার এই অবস্থা হয় বলে মনে করা হচ্ছে।
অনেক ধারণার বদল
ব্রোঞ্জ যুগের শেষের দিকে সেই সময়ের মানুষ যে সমুদ্রের গভীরে নৌকা চালানোর ক্ষেত্রে এতটা দক্ষতা অর্জন করেছিল তা ভাবা যায় না। আইএএ-র প্রধান জ্যাকব শারভিট বলেছেন, ''এতদিন ধারণা ছিল, ওই সময় নাবিকরা তটভূমি ঘেষে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত। এখন বোঝা যাচ্ছে, সূর্য ও তারার অবস্থান দেখে তারা সমুদ্রের গভীরে মাল নিয়ে যেত।''