তিস্তার প্রশ্নে রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়া সিদ্ধান্ত নয়: সৌগত রায়
২৯ সেপ্টেম্বর ২০১১ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হয়েছে৷ বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ফলাফল অনুযায়ী তিনি প্রায় ৭৮ শতাংশ ভোট পেয়েছেন৷ আরেক উপ-নির্বাচনে তৃণমূল বসিরহাট উত্তর আসনটিও দখল করেছে৷ একই দিনে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে, যে সিঙ্গুরে টাটা শিল্পগোষ্ঠীর মোটর কারখানার জন্য আগের বাম সরকারের অধিগৃহীত কৃষিজমি অনিচ্ছুক কৃষকদের হাতে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে যে আইন করেছে, তা পুরোপুরি বৈধ৷
পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাফল্যের মূল্যায়ন করেছেন কেন্দ্রীয় নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী ও তৃণমূল নেতা সৌগত রায়৷ ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি সরকারের উদ্দেশ্য, সাফল্য এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলি তুলে ধরেছেন৷ কেন্দ্রীয় সরকারের শরিক হওয়া সত্ত্বেও সব ক্ষেত্রে যে তৃণমূল ও কংগ্রেসের মতের মিল হচ্ছে না, তা স্বীকার করে নিয়েছেন মন্ত্রী৷ যদিও রাজ্যে তৃণমূল ও কংগ্রেসের জোট ভালভাবেই চলছে বলে তিনি মনে করেন৷ তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে কেন্দ্র-রাজ্যের বিতর্কেরও উল্লেখ করেন তিনি৷ তবে ফেডারেল কাঠামোর মধ্যে বিষয়টির দ্রুত নিষ্পত্তি সম্পর্কে আশা প্রকাশ করেন সৌগত রায়৷
সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন
সম্পাদনা: দেবারতি গুহ