1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় প্রণব

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৪ মার্চ ২০১৩

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তিস্তার পানির ব্যাপারে আশ্বস্ত করেছেন বাংলাদেশকে৷ আর জানিয়েছেন সীমান্ত চুক্তি অনুমোদন করবে ভারত৷

https://p.dw.com/p/17pX5
ছবি: AP

তিনদিনের সফরে ঢাকা এসেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি৷ রোববার দুপুরে বিশেষ বিমানে তিনি ঢাকা পৌঁছান৷ রাষ্ট্রপতি জিল্লুর রহমান বিমানবন্দরে স্বাগত জানান তাঁকে৷ বিমানবন্দরে তাঁকে জানানো হয় লাল গালিচা সংবর্ধনা৷

এরপর তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন৷ সেখানে একটি গাছের চারাও রোপন করেন প্রণব মুখার্জি৷

বিকেলে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনির সাথে বৈঠক হয়৷ বৈঠকের পর মন্ত্রী জানান তিস্তা পানি চুক্তির বিষয়ে তাঁর সাথে আলোচনায় অগ্রগতি হয়েছে৷ প্রণব মুখার্জি সীমান্ত চুক্তি অনুমোদনের কথাও বলেছেন৷

সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ভারতের রাষ্ট্রপতি৷ সেখানেও তিস্তার পানি, সীমান্ত চুক্তি নিয়ে কথা হয়৷ জানা গেছে ঋণ চুক্তির আওতায় বাংলাদেশকে দেয়া ভারতের ২০ কোটি ডলারের পুরোটাই পদ্মা সেতু প্রকল্পে ব্যবহারের কথা হয়৷

এদিকে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য সোমবার সময় নির্ধারিত থাকলেও হরতালের কারণে তা অনুষ্ঠিত হচ্ছে না৷ খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শমশের মবিন চৌধুরী জানিয়েছেন নিরাপত্তার কারণে খালেদা জিয়া প্রণব মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাতে যেতে পারছেন না তাঁর হোটেলে৷

উল্লেখ্য এই সফরে প্রণব মুখার্জিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য স্বাধীনতার সম্মাননা স্মারক দেয়া হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় দেবে সম্মানসূচক ডি লিট ডিগ্রি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য