তুরস্ক-গ্রিসে ভূমিকম্প: নিহত ২৭, উদ্ধার চলছে
৩১ অক্টোবর ২০২০শুক্রবার বিকেলে গ্রিস ও আনাতোলিয়া উপদ্বীপ সংলগ্ন এজিয়ান সাগরে সৃষ্ট ভূমিকম্প তুরস্কের ইজমির শহর ও গ্রিসের সামোস দ্বীপে আঘাত হানে৷ ছয় দশমিক নয় মাত্রার এ ভূমিকম্পে ইজমির শহরের অন্তত ১৭টি ভবন ধসে পড়ে৷
তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইজমিরে চল্লিশ লাখের বেশি লোক বাস করেন৷
রাতভর উদ্ধারকাজ শেষে ২৫ জনের মৃতদেহ উদ্ধার করে উদ্ধারকর্মীরা৷ শতাধিক বাসিন্দাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানান তুরস্কের পরিবেশ ও নগর পরিকল্পনামন্ত্রী মুরাত কুরুম৷
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের ফলে শহরটির ভেঙ্গে পড়া ভবনের অংশ ও আসবাবপত্র পানিতে ভাসছে৷ কর্তৃপক্ষ জানায়, ভূমকম্পের ফলে সাগরে সৃষ্ট ছোট আকারের সুনামির কারণে শহরের কিছু অংশ পানিতে তলিয়ে যায়৷
উদ্ধার কাজে প্রায় পাঁচ হাজার কর্মী মোতায়েন করেছে কর্তৃপক্ষ৷ মোতায়েন করা হয়েছে জরুরি খাদ্য ও স্বাস্থ্যসেবা দলও৷
ভূমিকম্প পরবর্তী সময়ে প্রায় তিনশ' আফটারশক হয়েছে বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ৷ ফলে আতঙ্ক বিরাজ করছে বাসিন্দাদের মধ্যে৷
এদিকে ভূমিকম্পের আঘাতে গ্রিসের সামোস দ্বীপে ভবন ধসে দু'জন নিহত হয়েছেন ও ১৯ জন আহত হয়েছেন বলে জানা গেছে৷ এ দ্বীপটিতে প্রায় ৪৫ হাজার লোক বাস করেন৷
আরআর/এফএস (এপি, রয়টার্স)