আফরিন দখল করেছে তুরস্ক
১৯ মার্চ ২০১৮বিজ্ঞাপন
রবিবার আঙ্কারা সমর্থিত বাহিনী আলেপ্পোর উত্তরে তুরস্ক সংলগ্ন শহর আফরিন দখল করে নেয়৷ এফএসএ'র এক মুখপাত্র জানান যে, ভোরের আলো ফোটার আগেই আফরিনে ঢুকে পড়ে তারা৷ এ সময় কোনো বাধার সম্মুখীন হননি৷ বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) সদস্যরা শহরটির নিয়ন্ত্রণ নেবার পর একটি ভবনে তুরস্কের পতাকা উড়িয়ে দেয়৷
এফএসএ'র পক্ষ থেকে আরো জানানো হয়, কুর্দি বাহিনী আলেপ্পোর কাছাকাছি গ্রামগুলোতে অবস্থান করছে৷ সেখানে সিরিয়ার সরকারের নিয়ন্ত্রণ বলবৎ আছে৷অনেকেই এখন আফরিনকে ঘিরে গেরিলা যুদ্ধ শুরুর আশঙ্কা করছেন৷ শহরটির কো-চেয়ারম্যান ওথম্যান শেখ ইসা বলেন, ‘‘শহরের চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সেনারা দখলকারীদের জন্য সবসময় দুঃস্বপ্ন হয়ে থাকবে৷’’
জেডএ/এসিবি (এপি, এএফপি)