তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা ৭,২০০ ছাড়িয়েছে
৭ ফেব্রুয়ারি ২০২৩সোমবার ভোরে তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে৷ এর কয়েক ঘণ্টা পর আরেকবার ভূমিকম্প হয়৷
কয়েক হাজার বাড়ি, হাসপাতাল ও স্কুল ভেঙে পড়েছে৷ হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন৷ প্রচণ্ড শীতে তারা কষ্ট পাচ্ছেন৷ কিছু এলাকায় জ্বালানি ও বিদ্যুৎ নেই৷
তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ এর্দোয়ান ১০টি রাজ্যকে দুর্গত এলাকা ঘোষণা করে ঐসব এলাকায় তিন মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন৷
তীব্র ঠান্ডা, দুর্বল ইন্টারনেট ও রাস্তাঘাট ভেঙে যাওয়ায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা ব্যাহত হচ্ছে৷
তুরস্কে মৃতের সংখ্য্যা ৫৪০০ জন৷
সিরিয়ায় এ পর্যন্ত মোট ১৮০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷
তুরস্কে প্রায় এক কোটি ৩৫ লাখ মানুষের উপর ভূমিকম্পের প্রভাব পড়েছে৷
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা আফাদ জানিয়েছে, পাঁচ হাজার ৭৭৫টি ভবন ধ্বংস হয়েছে৷ ভূমিকম্পের পর ২৮৫টি ‘আফটারশক' হয়েছে৷
ইউনিসেফ মুখপাত্র জেমস এল্ডার বলেছেন, ভূমিকম্পে কয়েক হাজার শিশু মারা গিয়ে থাকতে পারে৷
এখনও নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও ‘‘আমরা জানি অনেক স্কুল, হাসপাতাল ও অন্যান্য মেডিকেল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে''৷ উত্তর-পশ্চিম সিরিয়া ও তুরস্কে থাকা সিরীয় শরণার্থীরা বেশি অসহায় অবস্থায় আছেন বলেও জানান তিনি৷
জেডএইচ/এসিবি (রয়টার্স)