1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুরস্কের উদ্বেগ ‘যুক্তিসঙ্গত’, বললেন ন্যাটোর মহাসচিব

১৩ জুন ২০২২

ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ রোববার বলেছেন, সন্ত্রাসবাদসহ বিভিন্ন বিষয়ে তুরস্কের উদ্বেগ ‘যুক্তিসঙ্গত’ এবং সেগুলো গুরুত্ব সহকারে বিবেচনায় নেয়া উচিত৷

https://p.dw.com/p/4CcRS
ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ
ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গছবি: Evan Vucci/AP/picture alliance

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাওলি নিনিস্টুর সঙ্গে হেলসিংকিতে এক যৌথ সংবাদ সম্মেলনে ন্যাটোর মহাসচিব বলেন, ‘‘তুরস্কের চেয়ে ন্যাটোর আর কোনো সদস্যরাষ্ট্র এত বেশি সন্ত্রাসী হামলার শিকার হয়নি৷’’ এই সময় তিনি তুরস্কের ভৌগোলিক অবস্থানের কথাও উল্লেখ করেন, যেখানে ইরাক ও সিরিয়ার মতো প্রতিবেশী দেশ আছে৷ ‘‘এগুলো যুক্তিসঙ্গত উদ্বেগ৷ সন্ত্রাসী গোষ্ঠী পিকেকের বিষয়ে তুরস্কের উদ্বেগসহ সব সদস্যরাষ্ট্রের নিরাপত্তা উদ্বেগ আমাদের বিবেচনায় নিতে হবে,’’ বলেন স্টলটেনবার্গ৷

ইউক্রেন যুদ্ধের কারণে সম্প্রতি ন্যাটোর সদস্য হওয়ার আবেদন করেছেফিনল্যান্ড ও সুইডেন৷ কিন্তু তুরস্ক এতে ভেটো দিয়েছে৷ তাদের অভিযোগ, দেশ দুটি কুর্দি জঙ্গিদের সমর্থন দিয়ে থাকে৷

ফিনল্যান্ড ও সুইডেনের প্রতি নিজেদের নীতি বদলাতে তুরস্ক আরও দুটি দাবি জানিয়েছে৷ এক, তুরস্কে অস্ত্র রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং দুই, ঐ দুই দেশে থাকা বিভিন্ন কুর্দি সংস্থার কয়েকজন সদস্যকে তুরস্কে ফেরত পাঠানো৷

ফিনল্যান্ড ও সুইডেনের সঙ্গে তুরস্কের দূরত্ব কমাতে গত কয়েক সপ্তাহ ধরে চেষ্টা চালাচ্ছেন স্টলটেনবার্গ৷ তবে এতে কোনো অগ্রগতি হয়েছে কিনা, সে ব্যাপারে রোববার কিছু বলেননি তিনি৷

সোমবার সুইডেনের প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসনের সঙ্গে ন্যাটোর মহাসচিবের বৈঠক করার কথা রয়েছে৷

জেডএইচ/এসিবি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য