তুরস্কের নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজনীতিবিদেরা
রোববার তুরস্কের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ এর্দোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন কেমাল কিলিচদারলু৷ জরিপ বলছে, দুইজনের মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে৷ সে কারণে দুই সপ্তাহ পর রানঅফ হতে পারে৷
রেচেপ তাইয়্যিপ এর্দোয়ান, একে পার্টি
৬৯ বছর বয়সি এর্দোয়ান ২০ বছর ধরে ক্ষমতায়৷ তার সময়ে সাড়ে আট কোটি মানুষের দেশের নাগরিকদের জীবনমান বেড়েছে৷ তার বিরুদ্ধে ২০১৬ সালে অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল৷ তিনি তুরস্ককে একটি ধর্মপ্রাণ ও রক্ষণশীল সমাজে পরিণত করেছেন৷ এর্দোয়ানের সময় আঞ্চলিক রাজনীতিতে তুরস্কের গুরুত্ব বেড়েছে৷ তবে তার বিরুদ্ধে বিরোধীদের দমনের অভিযোগ আছে৷ নির্বাচনি প্রচারণায় তিনি বলছেন, বিরোধীরা জিতলে সরকারে বিশৃঙ্খলা তৈরি হতে পারে৷
কেমাল কিলিচদারলু, সিএইচপি
প্রধান বিরোধী দল সিএইচপির ৭৪ বছর বয়সি নেতা কিলিচদারলু৷ গত মার্চে বিরোধী ছয় দলের পক্ষ থেকে তাকে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করা হয়৷ সাবেক সরকারি কর্মকর্তা কিলিচদারলু ২০০২ সালে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তফা কামাল আতাতুর্কের সিএইচপি দল থেকে সংসদ নির্বাচিত হন৷ ২০১০ থেকে তিনি দলের প্রধান হিসেবে আছেন৷ বেশি ভোটার আকৃষ্ট করতে তিনি দলের মূল দর্শন ধর্মনিরপেক্ষতার বাইরে গিয়েও কথা বলছেন৷
মুহারেম ইনজে, হোমল্যান্ড পার্টি
পদার্থবিদ্যার সাবেক শিক্ষক ও হেডমাস্টার ৫৮ বছর বয়সি মুহারেম ইনজে হোমল্যান্ড পার্টির প্রধান৷ ২০১৮ সালের নির্বাচনে তিনি বিরোধী পক্ষের প্রধান প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন৷ ঐসময় তিনি ৩০.৬ শতাংশ ভোট পেয়েছিলেন৷ এর্দোয়ান পেয়েছিলেন ৫২.৬ শতাংশ ভোট৷ বৃহস্পতিবার তিনি প্রেসিডেন্ট পদে তার প্রার্থিতা বাতিল করেন৷ এতে কিলিচদারলুর জয়ের সম্ভাবনা বাড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন৷
সিনান ওগান
সাবেক সংসদ সদস্য ওগান ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি এমএইচপির নেতা৷ এমএইচপি এরদোয়ানের একে পার্টির মিত্র দল৷ তবে জরিপে তিনি অনেক পিছিয়ে৷
ডেভলেত বাখজেলি, এমএইচপি পার্টির নেতা ও এর্দোয়ান সমর্থক
প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াতে ২০১৭ সালে গণভোট আয়োজনের সময় এর্দোয়ানের প্রতি সমর্থন জানিয়েছিলেন ৭৫ বছর বয়সি আলট্রান্যাশনালিস্ট নেতা বাখজেলি৷ তবে একসময় তিনি এর্দোয়ানের কট্টর সমালোচক ছিলেন৷ ২০১৬ সালের অভ্যুত্থান চেষ্টার পর তিনি এর্দোয়ানের ঘনিষ্ঠ হন৷ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে ও অন্যান্য কুর্দিপন্থি দলগুলোর কট্টর সমালোচক বাখজেলি৷
মেরাল আকজেনার, আইওয়াইআই পার্টি ও এর্দোয়ান বিরোধী
বিরোধী জোটের দ্বিতীয় বৃহত্তম দল আইওয়াইআই-এর নেতা ৬৬ বছর বয়সি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আকজেনার৷ ২০১৬ সালে এমএইচপি পার্টি থেকে বাখজেলিকে সরাতে ব্যর্থ হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল৷
সেলাহাটিন দেমিরতাস, এইচডিপির সাবেক নেতা
কুর্দিপন্থি পিপলস ডেমোক্রেটিক পার্টি এইচডিপির সাবেক এই নেতা ২০১৬ সাল থেকে জেলে আছেন৷ তারপরও তিনি তুরস্কের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ নেতা৷ ২০১৪ সালে আন্দোলন উসকে দেয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে৷ সে কারণে তার যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে৷ ঐ আন্দোলনে কয়েক ডজন মানুষ প্রাণ হারিয়েছিলেন৷
আলী বাবাজান, দেভা পার্টি
৫৫ বছর বয়সি বাবাজান একজন সাবেক উপ-প্রধানমন্ত্রী৷ একসময় তিনি এর্দোয়ানের ঘনিষ্ঠ ছিলেন৷ ২০১৯ সালে একে পার্টির ভবিষ্যৎ নিয়ে এর্দোয়ানের সঙ্গে মতপার্থক্যের কারণে তিনি দল ছেড়ে দেভা পার্টি গঠন করেন৷ আইনের শাসন ও গণতন্ত্রের উন্নয়নে সংস্কার প্রস্তাব দিয়েছেন বাবাজান৷ সাবেক অর্থনীতি ও পররাষ্ট্রমন্ত্রী হওয়ায় বিদেশি বিনিয়োগকারীরা তাকে পছন্দ করেন৷
আহমেট দাভুটলু, ভবিষ্যৎ পার্টি
৬৪ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী দাভুটলু ২০১৯ সালে এর্দোয়ানের একে পার্টি থেকে পদত্যাগ করেন৷ একে পার্টির শাসনামলের প্রথম দশকে তিনি ‘প্রতিবেশীদের সঙ্গে কোনো সমস্যা নয়’ নীতি গ্রহণ করেছিলেন৷ ২০১৭ সালে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর পর থেকে দেশ স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে বলে মনে করেন তিনি৷
একরেম ইমামওলু, ইস্তাম্বুলের মেয়র
২০১৯ সালে ইস্তাম্বুলের মেয়র পদে নির্বাচনে একে পার্টির প্রার্থীকে হারিয়ে আলোচনায় আসেন সিএইচপি পার্টির ইমামওলু৷ সরকারি কর্মকর্তাদের অবমাননার দায়ে ২০২২ সালে তার বিরুদ্ধে আড়াই বছরের কারাদণ্ড দেয়া হয়৷ এই রায় বহাল থাকলে তিনি রাজনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন৷
মানসুর ইয়াভাশ, আঙ্কারার মেয়র
২০১৯ সালে মেয়র পদে একে পার্টির প্রার্থীকে হারান ৬৭ বছর বয়সি সিএইচপি প্রার্থী ইয়াভাশ৷ এর আগে ২০০৯ সাল পর্যন্ত তিনি আঙ্কারার একটি স্থানীয় এলাকার মেয়র ছিলেন৷ সেই সময় তিনি এমএইচপি দল করতেন৷ ২০১৩ সালে সিএইচপিতে যোগ দেন ইয়াভাশ৷