1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পক্ষে অধিকাংশ জার্মান

৩০ অক্টোবর ২০১৯

সিরিয়ায় কুর্দিদের উপর সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক৷ এ কারণে দেশটির বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা দেয়ার পক্ষে সমর্থন জানিয়েছেন অধিকাংশ জার্মান৷

https://p.dw.com/p/3SCGm
Türkei Rede von Präsident Erdogan während einer Zeremonie in Istanbul.
ছবি: picture-alliance/dpa/Turkish Presidential Press Service

জার্মান বার্তা সংস্থা ডিপিএ ২৫ থেকে ২৮ অক্টোবর দুই হাজার প্রাপ্তবয়স্ক জার্মান নাগরিকের উপর জরিপ করেছে৷ এতে ৬১ শতাংশ উত্তরদাতা তুরস্কের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞার পক্ষে তাঁদের মত জানিয়েছেন৷

এছাড়া ৬৯ শতাংশ উত্তরদাতা তুরস্কের কাছে জার্মানির অস্ত্র বিক্রির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন৷

সিরিয়ায় অভিযান শুরুর পর তুরস্কের কাছে অস্ত্র বিক্রি কমিয়ে দিয়েছে জার্মানি৷ যদিও চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল অস্ত্র বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করার অঙ্গীকার করেছিলেন৷

এদিকে, জরিপে অংশ নেয়া ৫৮ শতাংশ উত্তরদাতা তুরস্ককে ন্যাটো থেকে বের করে দেয়ার প্রতি সমর্থন জানিয়েছেন৷

বাম দলের অনেক রাজনীতিবিদও একই সমর্থন জানান৷

তবে জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী সিগমার গাব্রিয়েল ‘টাগেসস্পিগেল' দৈনিককে বলেছেন, ন্যাটো থেকে তুরস্ককে বহিস্কার করলে ‘ইইউর পূর্ব সীমান্তে নতুন করে নিরাপত্তা ঝুঁকি' তৈরি হতে পারে৷

ইউরোপ ও উত্তর অ্যামেরিকার ২৯টি দেশ নিয়ে ন্যাটো গঠিত৷ জোটের দ্বিতীয় সবচেয়ে বড় সেনাবাহিনীটি তুরস্কের৷

জার্মানদের তুর্কি ভাবনা

তুরস্কের বাইরে সবচেয়ে বেশি তুর্কির বাস জার্মানিতে৷ এদের সংখ্যা প্রায় ৩০ লাখ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অতিথি শ্রমিক হিসেবে তুর্কিরা জার্মানিতে পাড়ি জমিয়েছিলেন৷

সাম্প্রতিক সময়ে জার্মানিতে অভিবাসন ও মুসলিমবিরোধী এএফডি দলের জনপ্রিয়তা বাড়তে থাকায় তুর্কিদের প্রতি জার্মানদের বিদ্বেষ বাড়ছে বলে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে৷

ইলিয়ট ডুগলাস/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য