তুরাগের তীরে বিশ্ব ইজতেমা
১২ জানুয়ারি ২০১৩টঙ্গীর তুরাগ নদীর তীরে শনিবার ভোরে জিকির আর মুরব্বিদের বয়ান দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন৷ শনিবার সকালেই টঙ্গী শহর, ইজতেমাস্থল ও এর আশ-পাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে৷ আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ ইজতেমার প্রথম দফা শেষ হবে৷ আজ ফজরের নামাজের পর ইজতেমায় বয়ান করেন পাকিস্তানের তাবলিগের মুরব্বি আবদুল ওহাব৷ আর তাঁর বয়ান তরজমা করেন বাংলাদেশের ওমর ফারুক৷ এরপর ভারতের মাওলানা মো. শওকত, বাদ জোহর মাওলানা মিয়াজী আজমত, বাদ আসর ভারতের জোবায়রুল হাসান ও বাদ মাগরিব বয়ান করেন ভারতের আহম্মেদ লাট বয়ান৷ এ সময় ইজতেমায় সমবেত দেশ-বিদেশের লাখো মুসল্লিরা ছিলেন নীরব৷ ইজেতমায় আসা মুসল্লিরা বলছিলেন তাদের উদ্দেশ্যের কথা৷
ইজতেমার প্রথম দিনে প্রায় আট হাজার বিদেশি মুসল্লি প্রাঙ্গণে উপস্থিত ছিলেন৷ তাঁরা এসেছেন বিশ্বের ৮৫টি দেশ থেকে৷ ইজতেমায় আগত মুসল্লিদের মধ্যে যাঁরা অসুস্থ হয়ে পড়ছেন, তাঁদের আশপাশের চিকিত্সা কেন্দ্রগুলোতে বিনা মূল্যে চিকিত্সা সেবা দেয়া হচ্ছে৷ গাজীপুরের সিভিল সার্জন ডা. হাবিবউল্লাহ জানিয়েছেন, টঙ্গী সরকারি হাসপাতালে ও চিকিত্সা ক্যাম্পে প্রতিদিন শত শত মুসল্লি চিকিত্সা নিচ্ছেন৷ এর মধ্যে শীতজনিত রোগের প্রকোপ বেশি৷ মুসল্লিদের চিকিৎসা দেয়ার কারণে সবার ছুটি বাতিল করা হয়েছে৷
মূল প্যান্ডেলে স্থান না পেয়ে অনেক মুসল্লি নিজের উদ্যোগেই প্যান্ডেলের বাইরে পলিথিন ও কাপড়ের সামিয়ানা টানিয়ে তাতেই অবস্থান নিয়েছেন৷ তারপরও কোনো অভিযোগ নেই তাদের৷ প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছেন তবুও শুধু আল্লাহর সান্নিধ্য লাভের জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন তারা৷
শনিবারে বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ ছিল যৌতুক বিহীন বিয়ে৷ সম্পূর্ণ শরীয়ত মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ি ইজতেমার দ্বিতীয় দিন বাদ ফজর ইজতেমার বয়ান মঞ্চের পাশেই যৌতুকবিহীন বিয়ের আসরের কার্যক্রম শুরু হয়৷ কনের সম্মতিতে বর ও কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে চলে এই আয়োজন৷ এবারও তাবলিগের শীর্ষ মুরুব্বিরা রেডিও-টিভিতে আখেরি মোনাজাত সরাসরি সম্প্রচারে অনুমতি দেননি৷ ক্যামেরায় মুরুব্বিদের ছবি তোলাও বারণ করে দিয়েছে ইজতেমা কর্তৃপক্ষ৷