1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তোপের মুখে বাংলাদেশের পোশাক কারখানায় ‘স্যান্ডব্লাস্টিং’

১১ অক্টোবর ২০১১

তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য গোটা বিশ্বের নজর কেড়েছে৷ কিন্তু ‘মেড ইন বাংলাদেশ’ ছাপের পেছনে শ্রমিকদের স্বাস্থ্যহানির এক ভয়ংকর কাহিনী তুলে ধরেছে এএফপি৷

https://p.dw.com/p/12q4U
Textilfabrik in Dhaka/Bangladesch (jüngeres Archivbild), die rund 500 Leute beschäftigt und Jogging-Anzüge in die USA exportiert. "Wenn Sie wollen, daß ihr Geschäft wächst und gedeiht, dann kommen Sie nach Bangladesch" - so wirbt die Regierung des Landes in Anzeigen um ausländische Investoren. Seit Bangladesch vor 25 Jahren unabhängig wurde, gilt das Land als eines der ärmsten der Welt. Heute versucht die Regierung das Image des aufstrebenden Industriestandortes zu vermitteln, wo investiert und verdient statt bedauert und unterstützt wird. dpa (Zu dpa-KORR: "Bangladesch wirbt mit Billiglöhnen und Steueranreizen um Investoren" vom 12.12.96) -COLORplus-
ফাইল ছবিছবি: picture-alliance/dpa

বাংলাদেশ সহ উন্নয়নশীল বিশ্বের বিভিন্ন দেশ পোশাক, জুতা সহ নানা শখের সামগ্রী রপ্তানি করে৷ কিন্তু এই সব কারখানায় কাজের পরিবেশ অনেক ক্ষেত্রেই শ্রমিকদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক৷ যেমন বাহারি জিনস'এর কথাই ধরা যাক৷ আনকোরা নতুন জিনস'এর প্যান্ট, অথচ দেখতে একেবারে পুরানো – দোকানের তাকে রাখা এমন পোশাকের দাম কিন্তু কম নয়৷

‘স্যান্ডব্লাস্টিং' নামের এক পদ্ধতি কাজে লাগিয়ে নতুন জিনস'কে পুরানোর মতো দেখানো যায়৷ কিন্তু যে শ্রমিক এই কাজটি করে, তার স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে এই পদ্ধতি৷ যেমন সুমন হাওলাদারের কথাই ধরা যাক৷ মাত্র বছর তিনেক ধরে এক কারখানায় ‘স্যান্ডব্লাস্টিং'-এর কাজ করার পর তার শরীর একেবারে ভেঙে পড়েছে৷ এখন তার থেকে থেকেই রক্তবমি হয়, সঙ্গে নিঃশ্বাসের কষ্ট তো আছেই৷ ভালো করে পরীক্ষা না করেই ডাক্তার প্রথমে রায় দিয়েছিলো, সুমনের টিউবারকুলোসিস হয়েছে৷ কিন্তু আসলে এই রোগের নাম সিলিকোসিস৷ মারাত্মক সিলিকা'র কণা নিয়মিত শরীরে প্রবেশ করে এই রোগের জন্ম দেয়৷ এর কোনো চিকিৎসাও নেই৷ ‘স্যান্ডব্লাস্টিং' প্রক্রিয়ার সময় এই সিলিকা'র কণা নির্গত হয়৷ হাসপাতালের বিছানায় শুয়ে সুমন হাওলাদার সংবাদ সংস্থা এএফপি'কে জানিয়েছেন, শুরুতে তাকে বলা হয়েছিল যে এই কাজ পুরোপুরি নিরাপদ৷ কিন্তু কাজটা করতে গিয়ে বুঝলেন, যে ‘স্যান্ডব্লাস্টিং'-এর সময় গোটা ঘরে ধুলোবালি ভরে যায়৷ শেষ পর্যন্ত তার অনেকটাই শরীরেও প্রবেশ করে৷ সাধারণ কাপড়ের মুখোশ তা আটকাতে পারে না৷ দিনে প্রায় ১০ ঘণ্টা ধরে কাজ করে ‘স্যান্ডব্লাস্টিং' পদ্ধতিতে ২০০ থেকে ৩০০ জিনস'কে পুরানো করার কাজ করেন তিনি৷ অপেক্ষাকৃত ভালো মজুরির লোভেই অনেকে ঝুঁকি নিয়ে এই কাজ করে৷

ইউরোপ ও অ্যামেরিকায় দীর্ঘদিন আগে ‘স্যান্ডব্লাস্টিং' নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে৷ কিন্তু বাংলাদেশের মতো পোশাক রপ্তানি নির্ভর দেশে এখনো অবাধে চলছে এই মারাত্মক প্রক্রিয়া৷ গুচি, লিভাইস, এইচ অ্যান্ড এম ও গ্যাপ'এর মতো অনেক নামী ব্র্যান্ড ‘স্যান্ডব্লাস্টিং' পদ্ধতিতে তৈরি পোশাক বিক্রি বন্ধ করার অঙ্গীকার করেছে৷ যারা এখনো তা করে নি, তাদের বিরুদ্ধে ইন্টারনেটে প্রচারাভিযানও চালানো হচ্ছে৷ বাংলাদেশেও ‘সেন্টার ফর ওয়ার্কার্স সলিড্যারিটি' নামের এক সংগঠন এই ক্ষতিকারক পদ্ধতি বন্ধ করার লক্ষ্যে উদ্যোগ নিচ্ছে৷ সংগঠনের সাধারণ সম্পাদক এএফপি'কে জানিয়েছেন, যে এই ব্যবসা বাংলাদেশে ফুলেফেঁপে উঠছে৷ ডাক্তাররাও সিলিকোসিস সম্পর্কে তেমন সচেতন নন৷ ফলে তারাও মনে করছেন, যে রোগীদের টিউবারকুলোসিস হয়েছে৷ বাংলাদেশে কমপক্ষে ৫০০টি কারখানায় ‘স্যান্ডব্লাস্টিং' প্রক্রিয়া চালানো হয় বলে মনে করা হচ্ছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য