থাইরয়েড মোকাবিলায় বাঙালি বিজ্ঞানী
৬ সেপ্টেম্বর ২০১৩বিজ্ঞাপন
অনেক সময় কোনো কোনো মানুষের গলা প্রথমে ফুলে যায়৷ তারপর সেটা সারা শরীরে ছড়িয়ে পড়ে৷ শরীরে থাইরয়েডের স্বাভাবিক মাত্রার হেরফের হলেই এমন সমস্যা দেখা যেতে পারে৷ আয়োডিন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ এটি থাইরয়েড হরমোনের উৎস৷ আয়োডাইজড লবণ, শাক সবজির মধ্যে আয়োডিন থাকে৷ ফলে এগুলি বেশি করে খাওয়া উচিত৷ থাইরয়েডের মাত্রা কমে গেলে এগুলি ভারসাম্য ফিরে পেতে সাহায্য করে৷
মাত্রা কমে গেলেও খেতে হবে বিশেষ ওষুধ৷ তবে অ্যান্টি থাইরয়েড ওষুধ বেশি খেলে অন্য আরেকটা রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়৷ সেই সমস্যা দূর করতে গবেষণা করছেন দেবাশীষ মান্না৷ আপাতত গবেষণাগারেই পরীক্ষা-নীরীক্ষা করছেন তিনি৷ তবে এখনো এর প্রয়োগের সময় আসেনি৷