1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দক্ষ শ্রমিকের সংকট কাটিয়ে উঠবে জার্মানি

১৯ অক্টোবর ২০১০

সম্প্রতি জানা গেছে, জার্মানিতে দক্ষ শ্রমিক বা কর্মীর যে সংকট বিরাজ করছে তা থেকে উত্তরণের কৌশল হিসেবে বিদেশি দক্ষ কর্মীদের কাজে লাগানোর কথা ভাবছেন সে দেশের সরকার৷

https://p.dw.com/p/PhBQ
বিদেশ থেকে দক্ষ কর্মী না আনলে জার্মানি বিপদে পড়বে

এই সংকট নিরসনর জন্য নীতি নির্ধারকদের ভাবনা হিসেবে, জার্মানির শিক্ষামন্ত্রী আনেটে শাভান জানিয়েছেন যে, জার্মানিতে প্রায় ৩ লক্ষ দক্ষ বিদেশি রয়েছেন যাঁরা তাঁদের স্বদেশে নিজেদের কর্ম দক্ষতাকে কাজে লাগাতে পারেননি, অথবা দেশে তাদের দক্ষতার মূল্যায়ন হয়নি৷ জার্মানি এইসব বিদেশিদের কর্ম দক্ষতার মূল্যায়ন করবে৷

তিনি আরো বলেন, সরকার এবছরের মধ্যেই একটি নতুন আইন করার কথা ভাবছে৷ যার ফলে এদেশে বিদেশিদের স্বীকৃতি পাওয়ার প্রক্রিয়াটি আরো কমসময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে৷ তিনি জানান, দেখা গেছে অনেকে বিদেশিই উচ্চতর দক্ষতা থাকা সত্ত্বেও, মামুলি এবং ছোটখাট কাজ করে থাকেন৷ এর কারণ এদেশে তাঁদের কর্ম দক্ষতার বিষয়টি কাগজে কলমে স্বীকৃত নয়৷

Architektur Skizze Zeichnung Plan Architekt Helm Ingenieur
অনেক ক্ষেত্রে ইঞ্জিনিয়ারের অভাবে সংকটে পড়ছে জার্মান সংস্থাগুলিছবি: Fotolia/endostock

বাস্তবিকই জার্মানিতে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এজাতীয় পেশার দক্ষ বিদেশিরা রয়েছেন, যাঁরা প্রয়োজনীয় স্বীকৃতির অভাবে সাধারণ শ্রমিকের কাজ করছেন৷ তাঁদের পেশার বা যে বিষয়ে তাঁরা দক্ষ সেকাজটি করতে পারছেন না৷

শিক্ষামন্ত্রী শাভান জানিয়েছেন, এই নতুন আইনের ফলে বিশেষ বিষয়ে দক্ষ বা শিক্ষিত বিদেশি যাঁরা এদেশে আছেন, তাঁদের কর্ম অভিজ্ঞতা এবং শিক্ষার মূল্যায়ন করা সম্ভব হবে৷ তিনি বলেন, এই সম্ভাবনার বিষয়টি আমরা খতিয়ে দেখতে যাচ্ছি৷

এদিকে জার্মান চেম্বার অব ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স জানিয়েছে, জার্মানিতে প্রায় ৪ লক্ষ দক্ষ শ্রমিকের অভাব রয়েছে৷

পৃথক এক টেলিভিশন সাক্ষাৎকারে জার্মানির অর্থনীতি বিষয়কমন্ত্রী রাইনার ব্রুডার্লে জানিয়েছেন, জার্মানির উচিৎ হবে অভিবাসীদের জন্য নম্বরভিত্তিক একটি প্রক্রিয়া বা ব্যবস্থা চালু করা৷ এর ফলে কাংখিত দক্ষ কর্মীদের এদেশে আসার সুযোগ বাড়বে আর তাতে এদেশের প্রয়োজনীয় দক্ষ কর্মীর সংকট মিটবে৷

জানা গেছে, শ্রমমন্ত্রী উরসুলা ফন ডেয়ার লাইয়েন নাকি বিদেশি কর্মী বা দক্ষ শ্রমিকদের ক্ষেত্রে বিধি নিষেধ শিথিল করার কথাই বলেছেন৷

কিন্তু ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন বা সিএসইউ এর নেতৃত্বাধীন জার্মানির নীতি নির্ধারকদের রক্ষণশীল অংশটি অভিবাসী আইনের ক্ষেত্রে কোনরকম ছাড় দিতে নারাজ৷ তাঁরা তাদের জায়গাটিতেই অনড় রয়েছেন৷ এদের নেতা হর্স্ট সেহোফার অভিবাসী আইন শিথিল করার এই প্রস্তাবটি সরাসরি নাকচ করে দিয়েছেন৷

প্রতিবেদন: হুমায়ূন রেজা
সম্পাদনা: দেবারতি গুহ