দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ চূড়ায় বাংলাদেশের নাজরীন
২৬ ডিসেম্বর ২০১১বিখ্যাত আন্দেজ পর্বতমালার আর্জেন্টিনা অংশে এই চূড়াটি অবস্থিত৷ ডিসেম্বরের ৪ তারিখে তিনি সেখানে আরোহণের জন্য যাত্রা শুরু করেছিলেন৷ এরপর ১৬ তারিখ চূড়ায় উঠে ১৮ তারিখ নীচে নেমে আসেন৷ বাংলা দৈনিক ‘প্রথম আলো' সূত্রে জানা গেছে এসব তথ্য৷ নাজরীন এর আগে অক্টোবর মাসে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত কিলিমানজারো জয় করেছিলেন৷ সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতচূড়া জয় করতে চান তিনি৷
এদিকে রোমেরো নামে অ্যামেরিকার এক কিশোর মাত্র ১৫ বছর বয়সে ঐ সাত চূড়া আরোহণ করে রেকর্ড গড়েছেন৷ এর আগে ব্রিটিশ এক কিশোর ১৬ বছর বয়সে এই সাফল্য দেখিয়েছিল৷ রোমেরো গত শনিবার অ্যান্টার্কটিকার সর্বোচ্চ চূড়া ‘মাউন্ট ভিনসন মাসিফ' আরোহণ করেন৷ সাত চূড়ায় ওঠার পরিকল্পনা নিয়ে ছয় বছর আগে তিনি মিশন শুরু করেছিলেন৷ মাত্র ১০ বছর বয়সে তিনি আফ্রিকার মাউন্ট কিলিমানজারো আরোহণ করেন৷ এরপর ১৩ বছর বয়সে বিশ্বের সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্টে ওঠেন৷
ক্যালিফোর্নিয়ার এই কিশোরের অন্যান্য পর্বতাভিযানের মধ্যে রয়েছে ২০০৭ সালের এপ্রিলে অস্ট্রেলিয়ার ‘কোসিউজকো', জুলাইতে রাশিয়ার ‘মাউন্ট এলব্রাস' এবং ডিসেম্বরে আর্জেন্টিনার ‘মাউন্ট অ্যাকোনকাগুয়া'৷ এরপর ২০০৮ সালের জুনে যুক্তরাষ্ট্রের ‘মাউন্ট ম্যাককিনলি' ও পরের বছর সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ার ‘কার্সটেনসজ পিরামিড'এ ওঠেন রোমেরো৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ