দক্ষিণ এশিয়ায় দুর্নীতিতে দ্বিতীয় বাংলাদেশ
দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান ছাড়া বাকি সব দেশের তুলনায় বাংলাদেশে দুর্নীতির হার বেশি বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল৷ চলুন দেখা যাক দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের কী অবস্থা৷
আফগানিস্তান
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দুর্নীতিতে সবচেয়ে এগিয়ে আছে আফগানিস্তান৷ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ০ থেকে ১০০-এর স্কেলে দুর্নীতির মাত্রা নির্ধারণ করে৷ ‘০’ স্কোরকে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত এবং ‘১০০’ স্কোরকে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ মনে করা হয়৷ এই স্কেলে আফগানিস্তানে দুর্নীতির মাত্রা বিশ৷ ১৮০টি দেশের মধ্যে তাদের অবস্থান ১৬২তম৷ যে দেশে দুর্নীতি যত বেশি তার অবস্থান তালিকার তত নীচে৷
বাংলাদেশ
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দুর্নীতিতে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ৷ তালিকায় তাদের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৪৯তম৷ আগের বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৪৭৷ বাংলাদেশের অবস্থার অবনতির পেছনে আইনের প্রয়োগ ও কাঠামোগত দুর্বলতাকে দুষছেন বিশেষজ্ঞরা৷
পাকিস্তান
বাংলাদেশের অবস্থার অবনতি ঘটলেও পাকিস্তানে দুর্নীতি পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দুর্নীতির ধারণাসূচক৷ স্কেলে দেশটি দুই ধাপ এগিয়েছে৷ ১৮০ দেশের মধ্যে অবস্থান ১৩৩ তম৷
শ্রীলঙ্কা
আর্থিক মন্দার কারণে দীর্ঘ সময় আলোচনায় থাকা শ্রীলঙ্কা দুর্নীতির স্কেলে দুই ধাপ নীচে নেমেছে৷ ১৮০ দেশের মধ্যে তাদের অবস্থান ১১৫ তম৷
নেপাল
দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপালের দুর্নীতি পরিস্থিতির উন্নতি ঘটেছে আগের বছরের তুলনায়৷ টিআই-এর স্কেলে এক ধাপ এগিয়েছে দেশটি৷ ১৮০ দেশের মধ্যে তাদের অবস্থান ১০৮ তম৷
ভারত
দুর্নীতির ধারণাসূচকের স্কেলে ভারতের একধাপ অবনতি ঘটেছে৷ দেশটির অবস্থান ১৮০টি দেশের মধ্যে ৯৩তম৷
মালদ্বীপ
দুর্নীতির ধারণাসূচকের দেশভিত্তিক র্যাংকিংয়ে মালদ্বীপের অবস্থানও ৯৩তম৷ সেখানেও দুর্নীতি পরিস্থিতির অবনতি ঘটেছে৷
ভুটান
তবে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে ভুটান৷ দেশভিত্তিক ব়্যাংক বিবেচনায় তাদের অবস্থান ২৬তম৷
সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণাসূচকে বিশ্বের ১৮০টি দেশ ও অঞ্চলের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া৷ সেখানকার দুর্নীতি পরিস্থিতির আরো অবনতি ঘটেছে গত এক বছরে৷
সবচেয়ে কম দুর্নীতি ডেনমার্কে
আর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক৷ দেশটির স্কোরে গত এক বছরে কোনো পরিবর্তন হয়নি৷