দনেৎস্কে রাশিয়ার হাতে বিপর্যস্ত ইউক্রেন!
৫ জুন ২০২৩একটি ট্যাঙ্কবাহিনী এবং একাধিক যুদ্ধের অত্যাধুনিক মেকানাইজড সরঞ্জাম নিয়ে ইউক্রেনের সেনা দনেৎস্ক আক্রমণ করেছিল বলে দাবি করেছে রাশিয়ার সেনা। রাশিয়ার দখল করে নেয়া ইউক্রেনের ভূখণ্ড দনেৎস্কে ইউক্রেনের সেনা পৌঁছেছিল বলে সোমবার ভোরে রাশিয়া দাবি করেছে। কিন্তু ইউক্রেনের সেনার পাল্টা আঘাত বেশিক্ষণ স্থায়ী হয়নি বলে রাশিয়ার দাবি। রাশিয়ার সেনার হাতে অন্তত ২৫০জন ইউক্রেনের সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। ইউক্রেন অবশ্য এবিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
বিশেষজ্ঞদের প্রশ্ন, ইউক্রেন কি কেবল দনেৎস্কেই পাল্টা আঘাতের পরিকল্পনা করেছিল, নাকি এক হাজার একশ কিলোমিটারের গোটা ফ্রন্ট লাইনেই একসঙ্গে এই আঘাত হেনেছিল! ইউক্রেন এবিষয়ে কিছু জানায়নি। রাশিয়াও অন্য কোনো এলাকা নিয়ে মন্তব্য করেনি।
রাশিয়ার সেনা বন্দি
রাশিয়া যখন ইউক্রেনের সেনার মৃত্যুর খবর প্রকাশ করেছে, প্রায় তার কাছাকাছি সময়েই ইউক্রেন-রাশিয়া সীমান্তে ইউক্রেনপন্থি একটি গোষ্ঠী রাশিয়ার সেনাকে বন্দি করার খবর জানিয়েছে। তাদের দাবি, দক্ষিণ রাশিয়ার বেলগোরোদ অঞ্চল থেকে তারা বেশ কিছু রাশিয়ার সেনাকে বন্দি করেছে। কিছুদিনের মধ্যেই তাদের ইউক্রেনের হাতে তুলে দেওয়া হবে।
টেলিগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছে এই গোষ্ঠীটি। সেখানে দেখা যাচ্ছে বেশ কিছু রাশিয়ার সেনাকে আটক করে বসিয়ে রাখা হয়েছে। দুইজন সেনা হাসপাতালে ভর্তি। তাদের চিকিৎসা চলছে। ভিডিওতে মন্তব্য করা হয়েছে, নিজেদের ইচ্ছার বিরুদ্ধে ওই সেনারা হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হয়েছিল। বন্দি প্রত্যার্পণ চুক্তির নিয়ম মেনে তাদের ইউক্রেনের হাতে তুলে দেয়া হবে। ইউক্রেনের সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে।
তবে এই প্রথম রাশিয়ায় বসবাসকারী ইউক্রেনপন্থি বিচ্ছিন্নতবাদীদের সরাসরি যুদ্ধে অংশগ্রহণের সূত্র মিললো। ইউক্রেনে বসবাসকারী রাশিয়ার বিচ্ছিন্নতাবাদীরা গোড়া থেকেই এই যুদ্ধে সামিল হয়েছে। কিন্তু ইউক্রেনপন্থিদের কথা সেই অর্থে এখনো পর্যন্ত তেমনভাবে শোনা যায়নি।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)