দলের মধ্যেই সমর্থন হারাচ্ছেন লাশেট
২৮ সেপ্টেম্বর ২০২১ঘরে-বাইরে প্রচণ্ড চাপের মুখে রয়েছেন জার্মানির ইউনিয়ন শিবিরের চ্যান্সেলর পদপ্রার্থী আরমিন লাশেট৷ শিবিরের মধ্যে নেপথ্যে ও প্রকাশ্যে তার বিরুদ্ধে সমালোচনা বেড়ে চলেছে৷ নির্বাচনের ফলাফল স্পষ্ট হয়ে যাবার পরেও তিনি যেভাবে সরকার গড়ার দাবি করেছিলেন, সেই বিষয়টি দলের অনেক নেতা-কর্মী মোটেই ভালো চোখে দেখছেন না৷ নির্বাচনে কার্যত ভরা়ডুবির পর এবং শিবির তালিকার দ্বিতীয় স্থানে নেমে যাওয়া সত্ত্বেও লাশেটের ‘ঔদ্ধত্য' অনেকের বিরক্তির কারণ হয়ে উঠেছে৷ শিবিরের ঐতিহাসিক নির্বাচনি বিপর্যয়ের পর চাপের মুখে তিনি পিছিয়ে গিয়ে ‘দেশের প্রয়োজনে' জোট সরকার গড়ার চেষ্টার কথা বলেছেন৷ অর্থাৎ নির্বাচনে জয়ী এসপিডি দল জোট গঠনে ব্যর্থ হলে তবেই তিনি সেই প্রচেষ্টা চালাতে চান৷ তবে স্পষ্ট ভাষায় হার স্বীকার এবং জয়ের জন্য এসপিডি দল বা দলের চ্যান্সেলর পদপ্রার্থী আরমিন লাশেটকে অভিনন্দন জানানোর সৌজন্যও তিনি দেখান নি৷
সিডিইউ ও সিএসইউ দলের একাধিক নেতা লাশেটের এমন আচরণের তীব্র সমালোচনা করছেন৷ তাদের মতে, সবার আগে বিনীত মনোভাব দেখিয়ে ভোটারদের রায় শ্রদ্ধার সঙ্গে মেনে নেওয়া উচিত৷ হেসে রাজ্যের মুখ্যমন্ত্রী ফল্কার বুফিয়ে বলেছেন, এই ফলাফলের পর ইউনিয়ন শিবিরের সরকার গড়ার দায়িত্ব নেবার কোনো সুযোগ নেই৷ দলের যুব শাখার প্রধান টিলমান কুবান বলেন, ‘‘আমরা নির্বচনে হেরে গেছি৷ ব্যস, আর কিছু বলার নেই৷'' তার মতে, সরকার গড়ার দায়িত্ব এখন এসপিডি, সবুজ দল ও এফডিপি দলের কাঁধে বর্তায়৷
এসপিডি দলের নেতারাও লাশেটের ‘ঔদ্ধত্য' সম্পর্কে বিরক্তি প্রকাশ করছেন৷ দলের সাধারণ সম্পাদক লার্স ক্লিংবাইল বলেন, ‘‘কেউ আরমিন লাশেটকে চ্যান্সেলর হিসেবে চায় না৷ আশা করি আগামী কয়েক দিনে তারও সেই উপলব্ধি হবে৷ উল্লেখ্য, সোমবার প্রকাশিত এক জনমত সমীক্ষায় ৭১ শতাংশ মানুষ লাশেটের সরকার গড়ার উদ্যোগের বিরোধিতা করেছেন৷
এমন প্রেক্ষাপটে ইউনিয়ন শিবিরের মধ্যে লাশেটের ভবিষ্যৎ নিয়ে জল্পনাকল্পনা চলছে৷ ইউনিয়ন শিবিরের কয়েকজন নেতা সরাসরি অথবা পরোক্ষভাবে দলের নেতা হিসেবে লাশেটের অপসারণের ডাক দিচ্ছেন৷ নির্বাচনে রেকর্ড মাত্রার বিপর্যয়ের পর তারা দলের নেতৃত্ব ও কর্মসূচি ঢেলে সাজানোর ডাক দিচ্ছেন৷ লাশেটের নিজের দলের নেতা ও প্রতিদ্বন্দ্বী নরবার্ট রোটগেন সবার আগে নির্বাচনি ফলাফলের বিশ্লেষণের পর ব্যক্তি ও পদের বিষয়ে সিদ্ধান্তের পক্ষে সওয়াল করেছেন৷
শেষ পর্যন্ত সরকার গড়ার সুযোগ না পেলে বা সেই কাজে ব্যর্থ হলে লাশেট কি নর্থরাইন ওয়েস্টফেলিয়ার মুখ্যমন্ত্রী থেকে যাবেন? নাকি বুন্ডেসটাগে সংসদীয় দলের নেতা হিসেবে বিরোধী পক্ষের নেতৃত্ব দেবেন? সিডিইউ ও সিএসইউ দলের সংসদীয় দলের বর্তমান নেতা রাল্ফ ব্রিংকহাউস লাশেটের এমন প্রচেষ্টা সম্পর্কে চরম বিরক্তি প্রকাশ করেছেন৷ বাভেরিয়ার মুখ্যমন্ত্রী মার্কুস স্যোডার ব্রিংকহাউসের প্রশংসা করে লাশেটের উপর চাপ আরও বাড়িয়ে দিয়েছেন৷
এসবি/কেএম (ডিপিএ, এপি)