দশ জনকে দাফন করতে গিয়ে লাশ ১১ জন
২২ মে ২০১১সিরিয়া
হোমস শহরে শুক্রবার বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছিল ১০ জন৷ গতকাল শনিবার ছিল এই নিহতদের দাফনের দিন৷ তাতে যোগ দিয়েছিল হাজার হাজার মানুষ৷ দাফনে অংশ নেয়ার সময়ও তারা সরকার বিরোধী স্লোগান দেয়৷ তাই আবারও গুলি করে নিরাপত্তা বাহিনী৷ ফলে এবার মারা যায় ১১ জন৷ অর্থাৎ ১০ জনকে দাফন করতে গিয়ে লাশ হলো ১১ জন৷
ইয়েমেন
প্রেসিডেন্ট সালেহ'র চলে যাওয়ার চুক্তিতে সই করেছে বিরোধীরা৷ কিন্তু যার জন্য এই চুক্তি তিনিই এখনো স্বাক্ষর করেন নি৷ তবে আজ তিনি সেটা করবেন বলে তাঁর দলের পক্ষ থেকে জানানো হয়েছে৷ ইয়েমেন পরিস্থিতির উন্নয়নে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো এই চুক্তি প্রস্তাব করেছিল৷ সালেহ যদি সত্যিই এতে সই করেন তাহলে তাঁকে ৩০ দিনের মধ্যে ক্ষমতা ছাড়তে হবে৷ ফলে অবসান হবে তাঁর ৩২ বছরের শাসনের৷ কিন্তু সই করার আগে এ বিষয়ে নিশ্চিত হতে পারছেন না সংশ্লিষ্টরা৷ কারণ এর আগেও দুইবার তিনি চুক্তিতে সই করতে অপারগতা প্রকাশ করেছেন৷ এছাড়া গতকালই বলেছেন, তিনি সরে গেলে আল-কায়েদার জন্য সুবিধা হবে৷ কারণ তাহলে তারা দেশের বিভিন্ন অংশ দখল করে নিতে পারবে৷ মূলত এ ধরনের কথা বলে প্রেসিডেন্ট সালেহ পশ্চিমা বিশ্বকে একটু ভড়কে দিতে চেয়েছেন৷ কারণ পশ্চিমারাও তাঁর পদত্যাগ চাইছেন৷
তবে প্রেসিডেন্ট সালেহ যদি এবার সত্যিই চুক্তিতে সই করেন তাহলেই যে ইয়েমেনের পরিস্থিতি শান্ত হবে তেমনটা মনে করছেন না জামিলা আলি রাজা৷ তিনি এক সময় পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা হিসেবে কাজ করেছেন৷ তিনি বলছেন, যে বিরোধীরা চুক্তিতে সই করেছে তাদেরকে নিজেদের প্রতিনিধি মনে করেনা বিক্ষোভকারীরা৷ উল্লেখ্য, বিক্ষোভে এখন পর্যন্ত কমপক্ষে ১৮০ ব্যক্তি প্রাণ হারিয়েছে বলে জানা গেছে৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: রিয়াজুল ইসলাম