দাঙ্গার পর যেমন আছে দিল্লি
দ্বন্দ্বের কারণ নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)৷ আন্দোলন চলছিল এর বিরুদ্ধে৷ হঠাৎ শুরু হলো সংঘর্ষ এবং তা থেকে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা৷ ৩৪ জনের প্রাণহানির পর পরিস্থিতি উন্নতির দিকে৷ দেখুন ছবিঘরে...
দরগায় পেট্রোল বোমা নিক্ষেপ
তখনো দাঙ্গা চলছে৷ এক দরগার দিকে পেট্রোল বোমা ছুঁড়ছে এক দাঙ্গাবাজ৷
মুখোমুখি সংঘর্ষ
এই এলকায় দুই পক্ষ তখন মুখোমুখি৷ সিএএ বিরোধীদের দিকে ইট ছুঁড়ছেন এক সিএএ সমর্থক৷
সন্ত্রস্ত পরিবার
হিন্দু অধ্যুষিত এক পাড়া থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে এক মুসলিম পরিবার৷
ভাঙা স্কুটার
তিন দিন ধরে দাঙ্গা চলেছে উত্তর-পূর্ব দিল্লিতে৷ বুধবার প্রচুর পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েনের পর দাঙ্গা উপদ্রুত বেশির ভাগ এলাকাতেই শান্তি ফিরেছে৷তবে দাঙ্গার চিহ্ন রয়ে গেছে সর্বত্র৷ ছবিতে দাঙ্গাকারীদের হামলায় ভাঙা স্কুটারটি নিয়ে যেতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে৷
নিরাপত্তায় আতঙ্কের শহর
এই এলাকাতেও দাঙ্গা হয়েছে৷ নিরাপত্তারক্ষীরা আসার পর তাদের সামনে দিয়ে শিশু সন্তানকে নিয়ে হেঁটে যাচ্ছেন এক মুসলিম নারী৷
টহল
দাঙ্গা উপদ্রুত এলাকায় আধা সামরিক বাহিনীর টহল৷
পোড়া গাড়ি
দাঙ্গাবাজরা যেখানে যা পেয়েছে ভেঙে, পুড়িয়ে শেষ করেছে৷ পোড়ানো গাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন একজন৷
ধংস দেখছে শিশু
পোড়া গাড়ির অবস্থা দেখছে এক শিশু৷
আস্ত এক পোড়া মার্কেট
দাঙ্গার আগে টায়ারের জমজমাট ব্যবসা ছিল এখানে৷পুড়িয়ে দেয়ার পর টায়ার মার্কেটটি চেনা দায়৷
ফিলিং স্টেশনের এই অবস্থা
পুড়িয়ে দেয়া ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে এক নারী৷
ভস্মে সম্বল খোঁজা
পুড়িয়ে দেয়া দোকানে গিয়ে সামান্য যা কিছু টিকে আছে তা সংগ্রহ করছেন এক দোকানদার৷