দাবানলে ব্রাজিলিয়ার বিশ শতাংশ বন ধ্বংস
৫ সেপ্টেম্বর ২০২৪ব্রাজিলের ‘দ্য ন্যাশনাল ফরেস্ট অব ব্রাজিলিয়া' একটি সংরক্ষিত অঞ্চল যেটি পাঁচ হাজার ছয়শত হেক্টর অবধি বিস্তৃত এবং শহরের ৭০% মিঠা পানির উৎস৷
শুষ্ক মৌসুমের চূড়ান্ত পর্যায়ে বন শুকনো লতাপাতায় পূর্ণ থাকায় ও তাপমাত্রা অনেক বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে৷ বনের ব্যবস্থাপক ফাবিও দ্যু সান্তোস মিরেন্ডা বলেন, ‘‘আমরা আগুন লাগা চারটি স্থানের তিনটির আগুন থামাতে পেরেছি এবং দিনের শেষ নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে সক্ষম হবো আশা করছি৷''
‘‘আমরা নিশ্চিত এটি একটি পরিবেশসম্পর্কিত অপরাধ৷ তবে এটি ইচ্ছাকৃত কিনা তা এখনো নিশ্চিত নই,'' যোগ করেন তিনি৷
মিরেন্ডা আরো জানান যে যেখান থেকে আগুনের সূচনা হয়েছিল সেখানে তিনজন সন্দেহভাজন অগ্নিসংযোগকারীকে দেখা গিয়েছিল৷
আগুন যাতে পাশের কৃষি জমিতে, যেখানে টমেটো এবং ফুল চাষ করা হচ্ছে, ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে অগ্নিনির্বাপক কর্মীদের হিমশিম খেতে হচ্ছে৷ তাদের একজন মেজর গডয় বলেন, ‘‘আমরা বাগানটি রক্ষার চেষ্টা করছি৷ কিন্তু বাতাস আগুন সেদিকে নিয়ে যাচ্ছে এবং স্ফুলিঙ্গগুলো অনেক দূর অবধি যায়৷''
আগুন ছড়িয়ে পড়া একটি খামারে পশুপালক এমিলিয়া ভাসকনসেলোস মনে করেন যে কোনো পক্ষ এসব জমির দখল নিতে আগুন ছড়িয়ে দিতে ভূমিকা রেখেছেন৷ তিনি অবশ্য তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ তুলে ধরতে পারেননি৷
২০২২ সালে দেশটির তৎকালীন উগ্র ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বলসোনারো বনটির আকার অর্ধেকে নামিয়ে এনে বাকি অংশ নগর উন্নয়নের জন্য দিয়ে দেন৷ তিনি পরিবেশের উপর নিয়ন্ত্রণ কমিয়ে আমাজন জঙ্গল উজাড়ের পথ সুগম করে দেন৷
তাছাড়া ব্রাজিলে জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাত কমে যাওয়ায় খরা এবং দাবানলের হারও বেড়ে চলেছে যার প্রভাব পড়ছে বনজঙ্গলে৷
এআই/এসিবি (রয়টার্স)