দামি কোচদের দাম
৭ জুলাই ২০১৪বিশ্বকাপের তিন সপ্তাহ পেরিয়ে গেছে৷ এর মধ্যে আবেগ উচ্ছ্বাসের উত্থান পতন হয়েছে৷ হয়েছে নানা সমালোচনাও৷ সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছেন বেশি বেতন পাওয়া কোচরা৷ সবচেয়ে দামি তিন কোচের দলই ছিটকে পড়েছে গ্রুপ পর্ব থেকে৷
রাশিয়ার ইটালীয় কোচ
২০০২ সালের পরে এই প্রথমবারের মত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল রাশিয়া৷ তাদের কোচ ফাবিও কাপেলো-র বার্ষিক বেতন ৬৬ লাখ ৯৩ হাজার ৭৫০ পাউন্ড৷ এই বিশ্বকাপের সবচেয়ে দামি কোচ কাপেলো৷ অথচ গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েছে দলটি৷ রাশিয়ার গণমাধ্যম এবং সমর্থকরা কাপেলোকে তুলোধোনা করলেও ২০১৮ সালের আগে কাপেলোর চুক্তি ভাঙার কোন ইচ্ছে নেই৷ রাশিয়ান ফেডারেশনও তাকে বরখাস্ত করতে চাচ্ছে, পরবর্তী বিশ্বকাপের আগেই৷ কেননা সে দেশেই পরের বার প্রথমবারের মত বিশ্বকাপ অনুষ্ঠিত হবে৷ রাশিয়ার ক্রীড়ামন্ত্রী ভিটালি মুটকো বলেছেন, ‘‘টুর্নামেন্টে পৌঁছানোই একটা বড় ব্যাপার ছিল, যেটা কাপেলো করে দিয়েছেন৷''
ইংল্যান্ডের কোচ রয় হজসন
পারিশ্রমিকের দিক দিয়ে রুশ কোচের পরেই আছেন ইংল্যান্ডের কোচ রয় হজসন৷ বিশ্বকাপের কোচেদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক তাঁর৷ গ্রুপ পর্ব থেকে ইংল্যান্ড ছিটকে পড়লেও তিনিও পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন৷ গ্রুপ ডি, যেটিকে বলা হয় গ্রুপ অফ ডেথ – সেখান থেকে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ হারায় ইংলিশরা৷ তবে এবারের ইংলিশ দলে অনেক নতুন খেলোয়াড় যুক্ত করার জন্য অনেক প্রশংসা কুড়িয়েছেন হজসন৷ ইংলিশ দল বিশ্বকাপ থেকে বেরিয়ে যাওয়ার পর কুইন পার্ক রেঞ্জারস ম্যানেজার হ্যারি রেডক্ন্যাপ সংবাদ সংস্থা বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘একটি দলের জন্য যা যা করা দরকার তার সবটুকুই তিনি করেছিলেন৷ কিন্তু কেন ভালো ফলাফল এলো না সেটা বোঝা মুশকিল৷' হজসনের বার্ষিক বেতন ৩৫ লাখ পাউন্ড বলে জানিয়েছে ডেইলি মেল৷
ইটালির কোচ সিজারে প্রানদেলি
উরুগুয়ের সাথে ১-০ গোলে হারের পর, কস্টারিকার কাছে ১-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ইটালি৷ সেই সাথে বিদায় নেন ইটালির কোচ সিজারে প্রানদেলি৷ তিনি যখন তাঁর পদত্যাগের ঘোষণা দেন, তখন জনরোষের মুখে পড়েন৷ কারণটা তাঁর পারিশ্রমিক৷ তার বার্ষিক বেতন ২৫ লাখ ৭৫ হাজার পাউন্ড৷
অন্যদিকে, এবারের টুর্নামেন্টে সবচেয়ে কম পারিশ্রমিক পাওয়া মেক্সিকো ও কস্টারিকার কোচ সবচেয়ে সুনাম অর্জন করেছেন৷ দুই দলই প্রত্যাশার চেয়ে বেশি ভালো খেলেছে৷ মেক্সিকোর কোচ মিগেল এরেরা-র বার্ষিক পারিশ্রমিক মাত্র ১ লাখ ২৫ হাজার পাউন্ড৷ অন্যদিকে আইভরি কোস্ট-এর কোচ সাবরি লামুশি আর একটি উদাহরণ, যিনি কম পারিশ্রমিকে তাঁর দলকে সাফল্যের শিখরে পৌঁছিয়েছেন৷ তার পারিশ্রমিক বছরে ৬ লাখ ১৮ হাজার ১২৫ পাউন্ড৷
অন্যদিকে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এরই মধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে প্রথম পর্ব থেকেই৷ সেই দলের কোচ ভিসেন্তে দেল বস্কে-র বার্ষিক পারিশ্রমিক কিন্তু কম নয়, ২০ লাখ ১৭ হাজার পাঁচশ পাউন্ড৷
এবার আসি যে দেশে খেলা হচ্ছে সেই স্বাগতিক ব্রাজিলের কোচের কথায়৷ ফেলিপে স্কোলারির পারিশ্রমিক বছরে ২৩ লাখ ৬৭ হাজার ৫০০ পাউন্ড৷ আর নেদারল্যান্ডস এর কোচ লুইস ফান খাল-কে বলা হয় বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে ‘চমৎকার' ম্যানেজার৷ তাঁর বার্ষিক বেতন ১৬ লাখ ৩১ হাজার ২৫০ পাউন্ড৷
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ বছরে বেতন পান ১২ লাখ ৮৭ হাজার ৫০০৷ আর্জেন্টিনার কোচ আলেহান্দ্রো সাবেলা-র বার্ষিক পারিশ্রমিক মাত্র ৪ লাখ ৮৭ হাজার ৫০০ পাউন্ড৷ জার্মানির সেরা কোচ বলা হয় কোচ ইওয়াখিম ল্যোভ-কে৷ যাঁর বেতন বছরে ২১ লাখ ৪৬ হাজার ২৫০ পাউন্ড৷ আর বেলজিয়ামের কোচ মার্ক ভিলমটস এর বেতন বছরে ৫ লাখ ১৫ হাজার পাউন্ড৷
এপিবি/এসবি (এপি, এএফপি, দ্য টেলিগ্রাফ)