দামেস্কে বোমা হামলা, দোহায় বিরোধীদের বৈঠক
৪ নভেম্বর ২০১২রবিবার সকাল থেকেই রাজধানী দামেস্কে বিদ্রোহীদের সাথে সংঘর্ষ শুরু করেছে সরকারি বাহিনী৷ আকাশ থেকে সরকারি সেনারা বিভিন্ন এলাকায় বোমা ফেলছে৷ আর সরকারি সেনাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে বিদ্রোহীরা৷ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্কে অবস্থিত একটি রাজনৈতিক গোয়েন্দা দপ্তরের কাছে সেনা ও বিদ্রোহীদের মাঝে সংঘর্ষ হচ্ছে৷ এতে ঐ এলাকার রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে৷ এছাড়া আলেপ্পোসহ বেশ কয়েকটি শহরে সংঘর্ষের খবর দিয়েছে অবজারভেটরি৷ তাদের হিসাবে, শনিবার বিভিন্ন স্থানে সেনা-বিদ্রোহী সংঘর্ষে অন্তত ২২০ জন নিহত হয়েছে৷
আর রাজধানী থেকে উত্তর-পূর্বের ঘুতা এলাকায় রবিবার অন্তত তিন দফা বোমা ফেলেছে সরকারি বাহিনী বলে জানিয়েছে সংস্থাটি৷ এছাড়া সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে খবরে বলা হয়েছে, রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত দামা রোজ হোটেলের কাছে তাদের ভাষায় ‘সন্ত্রাসীরা' বোমা হামলা চালিয়েছে৷ এতে অন্তত সাত জন বেসামরিক মানুষ আহত হয়েছে৷
এদিকে, সিরিয়ায় রক্তক্ষয়ী সাংঘর্ষিক পরিস্থিতিতে নিজেদের কর্মকৌশল ঠিক করতে কাতারের রাজধানী দোহায় বৈঠক করেছে সিরিয়ার সরকার বিরোধী গোষ্ঠীগুলোর জোট এসএনসি৷ মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিন্টন অভিযোগ তুলেছেন যে, এসএনসি বিরোধী গোষ্ঠীগুলোর প্রতিনিধিত্বশীল পরিষদ হয়ে ওঠেনি৷ তবে বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র এমন অভিযোগও শোনা গেছে এসএনসি'র পক্ষ থেকে৷ তবুও যুক্তরাষ্ট্রের চাপের প্রেক্ষিতে সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলোর প্রতিনিধিত্বশীল একটি প্রবাসী সরকার গঠনের ব্যাপারে এসএনসি চেষ্টা করছে বলে কূটনৈতিক সূত্রের খবর৷
এই প্রবাসী সরকারের নাম হবে সিরিয়ান ন্যাশনাল ইনিশিয়েটিভ তথা এসএনআই৷ এতে ফ্রি সিরিয়ান আর্মি এবং দেশের ভেতরে ও বাইরে থাকা বিরোধী নেতাদের মধ্য থেকে ৫০ জন সদস্য থাকবে বলে জানা গেছে৷ আর এই প্রবাসী সরকারের সম্ভাব্য প্রধান হিসেবে রিয়াদ সাইফের নাম শোনা যাচ্ছে৷
অন্যদিকে, রবিবার সিরিয়ায় আন্তর্জাতিক বিশেষ দূত লাখদার ব্রাহিমির কায়রোয় আরব লিগের প্রধান নাবিল আল-আরাবির সাথে বৈঠক করার কথা রয়েছে৷ এছাড়া ব্রাহিমি এবং আরাবি উভয়ে একইদিনে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভের সাথে আলোচনায় বসবেন বলে জানিয়েছে আরব লিগ কর্তৃপক্ষ৷
এএইচ / আরআই (ডিপিএ, এএফপি)