দিনে দু’ঘন্টা ফেসবুকে কাটায় তরুণরা
২৩ জুলাই ২০১০ইন্ডিয়াবিজ নিউজ এন্ড রিসার্চ সার্ভিস (আইএনআরএস)-এর এক সাম্প্রতিক জরিপে বেরিয়ে এসেছে এসব তথ্য৷ এই জরিপে, একটি বিষয় বেশ পরিষ্কার, সেটি হচ্ছে তরুণ-তরুণীরা প্রযুক্তির সর্বশেষ সুবিধা নিতে বেশ সচেষ্ট৷ এজন্য ইন্টারনেট সুবিধাসহ হালের মোবাইল ফোনগুলোই বেছে নিচ্ছে তারা৷
এছাড়া, স্বাভাবিক খবরটি হচ্ছে তরুণ প্রজন্মের মূল নজর ফেসবুকের দিকে৷ কিন্তু তারপরই অবস্থান লিংকডইন নামক আরেকটি প্রফেশনাল সামাজিক নেটওয়ার্কিং সাইটের৷ এই খবরটি একটু ব্যতিক্রমী, কেননা ভারত বলতেই মনে করা হতো অর্কুটের রাজত্ব৷ কিন্তু সেটা আর নেই, এমনকি জরিপে দ্বিতীয় জায়গাটি পায়নি মাইক্রো ব্লগিং সাইট টুইটারও৷ জরিপ বলছে, ৪৫ দশমিক ৮ শতাংশ তরুণের পছন্দ লিংকডইন, ৩৬ শতাংশ ভোট দিচ্ছে ইউটিউবকে৷ আর ২৯ দশমিক ৫ শতাংশের পছন্দ টুইটার৷
জরিপ অনুযায়ী, তরুণরা চাকরি এবং বাণিজ্যিক সম্পর্ক তৈরির জন্য লিংকডইনকেই বেশি পছন্দ করছে৷ অন্যদিকে টুইটারের চর্চাটা সঙ্গীত আর চলচ্চিত্র তারকাদের মধ্যেই বেশি৷
অবশ্য শুধু আইএনআরএস নয়, রিসার্চ সংস্থা ভিজিসেন্স এরও মত লিংকডইন ভারতে বেশ দ্রুতই বাড়ছে৷ বিশেষ করে ফেসবুকের ব্যবহারকারী যেখানে আট মিলিয়নের মতো, সেখানে লিংকডইন এর ব্যবহারকারী ৬ মিলিয়ন৷
আইএনআরএস এর জরিপে নজর দেয়া হয়েছে ব্লগের দিকেও৷ সেখানে দেখা যাচ্ছে তরুণদের মধ্যে ৪৫ শতাংশ ব্লগ লিখতে এবং পড়তে আগ্রহী৷ তাদের ব্লগ চর্চা মানে লেখালেখিতে জায়গা পায় বিনোদন, চলতি ঘটনা, ব্যক্তিগত বিষয়াদি, ফ্যাশন এবং প্রযুক্তি৷
বলে রাখা ভাল, আইএনআরএস এর জরিপে অংশ নেয়াদের ৩৭ শতাংশের বয়স ২৬ থেকে ৩০ বছরের মধ্যে৷ অন্যদিকে ৩৫ শতাংশ মধ্যমানের চাকরিজীবী৷ তবে ঠিক কতজন তরুণ-তরুণী এই জরিপে অংশ নিয়েছে তা জানায়নি আইএনআরএস৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: রিয়াজুল ইসলাম