1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্ষণকাণ্ডের বিচার রুদ্ধদ্বারে

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি২২ জানুয়ারি ২০১৩

দিল্লি ধর্ষণকাণ্ডের ৫ আসামির বিচার ফাস্ট-ট্র্যাক কোর্টে শুরু হবে ২৪শে জানুয়ারি, রুদ্ধদ্বারে৷ বিচারে পক্ষপাতিত্ব হতে পারে, এ যুক্তিতে অভিযুক্ত একজন বিচারপর্ব দিল্লির বাইরে স্থানান্তরিত করার আর্জি জানালে, এ সিদ্ধান্ত হয়৷

https://p.dw.com/p/17P0P
epa03519152 Indian protesters and commuters light candles during a protest campaign by Youth Congress against the gang rape of a student last week, in Calcutta, India, 28 December 2012. The 23-year-old Indian gang rape victim being treated in a Singapore hospital was in extremely critical condition and struggling to survive, doctors said on 28 December. The woman was raped and beaten in a moving bus in New Delhi on 16 December. The attack triggered protests in the Indian capital and other cities. EPA/PIYAL ADHIKARY +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

দিল্লি গণধর্ষণ মামলা ফাস্ট-ট্র্যাক-কোর্টে স্থানান্তরিত হলেও সেখানে বিচারপর্ব চলবে রুদ্ধদ্বারে, আগামী ২৪শে জানুয়ারি৷ বিশেষ আদালতের বিচারক আগের ম্যাজিস্ট্রেটের নির্দেশ বহাল রেখে জানান, মামলার সঙ্গে যুক্ত নয়, এমন কেউ আদালত কক্ষে উপস্থিত থাকতে পারবেন না৷ মিডিয়ারও প্রবেশ নিষেধ৷ শুধু তাই নয়, শুনানির কোনো রিপোর্ট বা বিবরণ প্রকাশ করা যাবে না৷ যদিও মিডিয়ার ওপর এই নিষেধাজ্ঞায় অনেকের আপত্তি আছে৷

Indian students and teachers shout anti-government and police slogans as they demand the resignation of the Delhi Chief Minister Sheila Dikshit during a protest in New Delhi on December 21, 2012, following the gang-rape of a student. Indian police have arrested the driver and four others of a bus after a student was gang-raped and thrown out of the vehicle, reports said, in an attack that has sparked fresh concern for women's safety in New Delhi. AFP PHOTO/ RAVEENDRAN (Photo credit should read RAVEENDRAN/AFP/Getty Images)
গণধর্ষণের প্রতিবাদে সরব সাধারণ মানুষছবি: Raveendran/AFP/Getty Images

এদিকে, জনরোষ এবং বিরুদ্ধ প্রচারের প্রেক্ষিতে অভিযুক্ত পাঁচ আসামির একজন মামলার বিচার দিল্লির বাইরে নিয়ে যাবার আর্জি জানায় সুপ্রিম কোর্টে৷ কারণ তার মতে, সাধারণ মানুষের আবেগ, রোষ ও মানসিকতা বিচারের ওপর প্রভাব ফেলতে পারে৷ বাধা সৃষ্টি করতে পারে ন্যায়বিচারে৷ তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আলতামাস কবির আগামীকাল পর্যন্ত তাঁর রায়দান স্থগিত রাখেন৷

অনেকে বলছেন, মামলা দক্ষিণ ভারতে স্থানান্তরিত করা হতে পারে৷ প্রধান বিচারপতি অবশ্য মনে করেন, ধর্ষণের পর গোটা দেশে প্রতিবাদ-বিক্ষোভ স্বাভাবিক এবং ন্যায়সঙ্গত৷

দেশে ধর্ষণ বিরোধী যেসব আইন আছে, তার পর্যালোচনা এবং প্রয়োজনীয় সংশোধনের জন্য গঠিত বিচারপতি জে.এস ভার্মা কমিটি বুধবার তাঁর রিপোর্ট দেবেন৷ রিপোর্টে আইন আরও কঠোর করার সংস্থানসহ বিভিন্ন সুপারিশ থাকবে৷ যেমন ৩০ বছর জেল, একাধিক ধর্ষণের অপরাধে কেমিক্যাল ক্যাস্ট্রেশন, ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠন করে তিন মাসের মধ্যে বিচার পর্ব শেষ করা ইত্যাদি৷

Indian students carry banners as they take part in a protest rally in Kolkata on December 29, 2012, after the death of a gangrape victim from the Indian capital New Delhi. Indian leaders appealed for calm and security forces headed off fresh unrest by turning New Delhi into a fortress after a student who was savagely gang-raped died in a Singapore hospital. Police threw a ring of steel around the centre of the Indian capital after news of the 23-year-old medical student's death was broken in the early hours by the Singapore hospital that had been treating her for the last two days. AFP PHOTO/STR (Photo credit should read STRDEL/AFP/Getty Images)
প্রধান বিচারপতি মনে করেন, ধর্ষণের পর গোটা দেশে প্রতিবাদ-বিক্ষোভ স্বাভাবিক এবং ন্যায়সঙ্গতছবি: Getty Images

ধর্ষণ রোধে মানসিক সংশোধন বেশি জরুরি নাকি আইন কঠোর করা? এ বিষয়ে বিশিষ্ট সমাজবিজ্ঞানী দেবদাস ভট্টাচার্য ডয়চে ভেলেকে বললেন, মানসিক সংশোধন এক দীর্ঘমেয়াদি বিষয়৷ কড়া আইন জরুরি অবশ্যই৷ কিন্তু যেটা আরো বেশি জরুরি তা হলো, বিচার পর্ব দীর্ঘায়িত না করে দোষী সাব্যস্ত করা অর্থাৎ, কনভিকশন রেট বাড়ানো৷ কারণ দেশে কনভিকশন রেট বেশ কম৷ তবে ধর্ষণ নিয়ে যে গণরোষ জাগ্রত হয়েছে, তাতে সরকার একটু নড়েচড়ে বসেছে, এটাই ইতিবাচক৷