দিল্লি লকডাউন
বন্ধ দিল্লি। কার্যত বনধের চেহারা। ডিপার্টমেন্টাল স্টোরের বাইরে লাইন। রাস্তায় পুলিশের টহল।
স্তব্ধ রাজধানী
করোনা আতঙ্কে রবিবারেই লকডাউন ঘোষণা হয়েছিল দিল্লিতে। চলবে ৩১ মার্চ পর্যন্ত। মেট্রো, বাস, অটো পরিষেবা বন্ধ। চলছে না অ্যাপ ক্যাব।
চারজনের বেশি নয়
ডিপার্টমেন্টাল স্টোর খোলা। কিন্তু চারজনের বেশি ঢুকতে দেওয়া হচ্ছে না। ক্রেতারা লাইন দিয়ে দাঁড়িয়ে বাইরে।
থার্মাল পরীক্ষা
কোনও কোনও ডিপার্টমেন্টাল স্টোরে ঢোকার আগে থার্মাল টেস্ট করা হচ্ছে। সঙ্গে দেওয়া হচ্ছে স্যানিটাইজার।
শাটারবন্ধ দোকান
ওষুধ এবং ডিপার্টমেন্টাল স্টোর ছাড়া বাকি প্রায় সব দোকানই বন্ধ। অন্য দোকান খুললেও পুলিশ এসে তা বন্ধ করে দিয়ে যাচ্ছে।
যাঁদের কোনও উপায় নেই
রাস্তায় লোক নেই। তবু সামান্য রোজগারের আশায় এ ভাবেই রাস্তার ধারে বসে আছেন রাস্তার ধারের ছোট ছোট ব্যবসায়ীরা।
শুধু হোম ডেলিভারি
বন্ধ হয়ে গিয়েছে সমস্ত রেস্তোরাঁ। তবে এখনও হোম ডেলিভারি করা হচ্ছে। যদিও কর্মী সংখ্যা অনেক কমিয়ে দেওয়া হয়েছে বলে জানাচ্ছেন রেস্তোরাঁ মালিকেরা।
অনিশ্চিত ভবিষ্যৎ
কত দিন চলবে লকডাউন? প্রশ্ন ঘুরছে মুখে মুখে। সব বন্ধ থাকলে কাজ হারানোর আশঙ্কায় বহু মানুষ।