দিল্লিতে বইয়ের বিশ্বমেলা
মেলা মানেই তো জনসমাগম৷ আর জনগণের সচেতনতা বৃদ্ধি করতে ভিড়কেই কাজে লাগানো হয়৷ দিল্লিতে ‘বিশ্ব বইমেলা’ পরিবেশ রক্ষায় সমাজিক দায়বদ্ধতার কথাও ভেবেছে৷ আয়োজকদের আশা, এ উদ্যোগের মাধ্যমে আরো পরিবেশ সচেতন হবে ভারতবাসী৷
১
বইমেলার আয়োজক সংস্থা ‘ন্যাশনাল বুক ট্রাস্ট’-এর স্টলে ভিড় করেছেন বইপ্রেমীরা৷
২
যে কোনও বই মাত্র ১০০ থেকে ২০০ টাকায়!
৩
সাহিত্য অ্যাকাডেমির প্যাভেলিয়নের সামনে লম্বা লাইন৷
৪
প্রকাশনা সংস্থার সুসজ্জিত স্টল৷
৫
ভিড়ে ঠাসা পেঙ্গুইন-এর প্যাভেলিয়ন৷ তখন তিল ধারণের জায়গা নেই৷
৬
বইমেলায় এসেছেন অথচ ‘অক্সফোর্ড’-এর প্যাভেলিয়নে পা-রাখেননি? হতেই পারে না৷
৭
আন্তর্জাতিক প্রকাশনা সংস্থার বিপরীতে ভারতীয় সংস্থা ‘নিয়োগী বুক এজেন্সি’র স্টল৷
৮
বইমেলার থিম ‘পরিবেশ ও জলবায়ু পরিবর্তন’ বিষয়ে আলোচনা চলছে অনবরত৷
৯
বইপ্রেমী যখন ‘সেলফি-প্রেমী’৷
১০
হাতি-ঘোড়া, বাঘ-ভাল্লুক, গল্পকথা থেকে কল্পকাহিনী, কী নেই! তাই এখানে শিশু বইপ্রেমীদের ভিড়৷
১১
‘হার্পার কলিন্স’-এর প্যাভেলিয়নে ভিড় জমিয়েছেন এই প্রজন্মের বইপ্রেমীরা৷
১২
বইমেলা সবক’টি হ্যাঙ্গারে এবার তৈরি করা হয়েছে ‘সেলফি পয়েন্ট’৷
১৩
নতুন দিল্লি বইমেলার ‘থিম দেশ’ ইউরোপিয়ান ইউনিয়ন৷ আলোচনাচক্র শুরু হওয়ার আগের মুহুর্ত৷
১৪
জার্মানির প্যাভেলিয়নে বইয়ের লেখককে ঘিরে ধরেছেন গুনমুগ্ধ পাঠিকারা৷
১৫
কচিকাঁচাদের জন্য আকৃষ্ট করার লক্ষ্যে ভারতীয় এক প্রকাশনা সংস্থার প্যাভেলিয়ন৷
১৬
ইউরোপিয়ন ইউনিয়নের সুইডেন, পোল্যান্ড, ইতালি ও হাঙ্গেরির বইয়ের স্টল তখন প্রায় ফাঁকা৷
১৭
দর্শনার্থী থাকলেও ক্রেতা নেই৷ কার্যত মাছি তাড়াচ্ছেন মিশরের বই বিক্রেতা৷
১৮
বইপ্রেমীদের সুবিধার্থে মেলা চত্বরেই মিলছে চা, কফি, আইসক্রিম৷
১৯
বই কেনার পর মিঠে রোদে ‘পেটপুজো’র আয়োজন৷ বইমেলা চত্বরের চেনা ছবি৷
২০
প্রগতি ময়দান মেট্রো স্টেশন-সংলগ্ন ১০নং গেট থেকে মেলা প্রাঙ্গন পর্যন্ত চলেছে বিনা টিকিটের বাস৷