1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিল্লির চাঁদনিচক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

২৫ নভেম্বর ২০২২

পুরনো দিল্লির চাঁদনি চকের ভগীরথ প্যালেস মার্কেটে বৃহস্পতিবার রাতে আগুন লাগে। শুক্রবার সকালেও তা নেভানো যায়নি।

https://p.dw.com/p/4K2Iz
দিল্লির চাঁদনি চকে আগুন
ছবি: PRAKASH SINGH/AFP/Getty Images

দিল্লির ভগীরথ প্যালেস মার্কেট অন্যতম গুরুত্বপূর্ণ বাজার। চাঁদনি চক অঞ্চলের এই বাজারের একটি দোকানে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা নাগাদ প্রথম আগুন দেখা যায়। স্থানীয় ব্যবসায়ীরা সঙ্গে সঙ্গে দমকলে খবর দেয়। দমকলের ৪০টি ইঞ্জিন রাতেই পৌঁছে যায় সেখানে। কিন্তু সরু গলির মধ্যে আগুন নেভানোর কাজ করতে তাদের বেগ পেতে হয়। পরে রিমোট কন্ট্রোল ডিভাইসের সাহায্যে কাজ করতে শুরু করে দমকল।

আগুন দ্রুত ছড়াতে শুরু করে। আশপাশের দোকানগুলিও জ্বলতে শুরু করে কিছুক্ষণের মধ্যে। সারা রাত ধরে লড়াই চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল। শুক্রবার সকালেও আগুনের শিখা দেখা যাচ্ছে। দোকান ছাড়িয়ে আশপাশের বাড়িগুলিতেও আগুন ছড়াতে শুরু করেছে। ইলেকট্রিকের খোলা তারেও আগুন লেগেছে। ফলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে দমকলের আশঙ্কা। আশপাশের বাড়ির মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে।

দমকলজানিয়েছে, পুরনো দিল্লির ওই অঞ্চলের রাস্তাঘাট এতই সরু যে ঠিক মতো কাজ করা যাচ্ছে না। দোকানগুলি গায়ে গায়ে হওয়ায় দ্রুত আগুন ছড়াচ্ছে। তবে রাতে আগুন লাগায় বাজারে বিশেষ মানুষ ছিল না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। অধিকাংশ দোকানই বন্ধ ছিল।

আগুন লাগার খবর পাওয়ার পরেই দোকানিরা এলাকায় ভিড় জমিয়েছেন। বহু টাকার ক্ষতি হয়েছে বলে ডিডাব্লিউকে জানিয়েছেন স্থানীয় এক দোকানি। কীভাবে আগুন লেগেছে, তা নিয়ে দমকল বা পুলিশ এখনো কোনো মন্তব্য করেনি। তবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিনের আগুন ফের দিল্লির বাজারগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।