দিল্লির বইমেলায় বাংলাদেশের বইয়ের চাহিদা তুঙ্গে
দিল্লির বাঙালি-প্রধান এলাকা চিত্তরঞ্জন পার্কের বইমেলায় বাংলাদেশি বইয়ের চাহিদা প্রচুর৷ বেশি বিক্রি হচ্ছে হুমায়ূন আহমেদের বই৷
এখনো সমান জনপ্রিয় হুমায়ূন আহমেদ
দিল্লির দেশবন্ধু চিত্তরঞ্জন মেমোরিয়াল সোসাইটি আয়োজিত বইমেলায় বাংলাদেশের লেখকদের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে হুমায়ূন আহমেদের বই৷ বাংলাদেশের বই রেখেছে কলকাতার সংস্থা নয়া উদ্যোগ৷ তারা জানিয়েছে, হুমায়ূন আহমেদের উপন্যাস সমগ্র যেমন বিক্রি হচ্ছে, তেমনই বিক্রি হচ্ছে আলাদা উপন্যাস এবং অন্য রচনা৷ মেলা শুরু হয়েছে ২০ সেপ্টেম্বরে, চলবে ২৯ সেন্টেম্বর পর্যন্ত।
অন্য লেখকের বই
নয়া উদ্যোগের স্টলে বাংলাদেশের অনেক লেখকের লেখা বহু বিষয়ের উপর বই আছে৷ হুমায়ূন আহমেদ ছাড়া আখতারুজ্জামান ইলিয়াস, ইমদাদুল হক মিলনদের বইও ভালো বিক্রি হচ্ছে৷ এখনো আখতারুজ্জামান ইলিয়াসের ‘চিলেকোঠার সেপাই’ ভালো বিক্রি হয়৷ দিল্লির বইমেলাতেও হচ্ছে৷
নানা বিষয়ের বই
শুধু গল্প-উপন্যাস নয়, প্রবন্ধের বইয়ের চাহিদা বেশ ভালো৷ শুধু বাংলাদেশ নয়, কলকাতা ও দিল্লির প্রকাশনার ক্ষেত্রে, বাংলা ও ইংরাজি দুই ভাষায় বইয়ের ক্ষেত্রেই এটা সত্যি৷
এখনো উত্তম
বইমেলায় উত্তম কুমারের উপর বই এবং তার ছোট স্ট্যান্ডি দেয়া কাপও দেদার বিক্রি হচ্ছে৷ দিল্লিতে এখনো উত্তম অদ্বিতীয়৷
সেরা সত্যজিৎ
সত্যজিৎ রায়ের বইয়ের ক্ষেত্রেও এটা সত্যি৷ বইমেলায় সত্যজিতের বাংলা ও ইংরাজিতে ফেলুদার বই, প্রফেসর শঙ্কু, সিনেমার উপর লেখা তার বইগুলির চাহিদা খুব বেশি৷ ফেলুদার বিভিন্ন চরিত্রের ফ্রিজ ম্যাগনেট বা সুকুমার রায়ের চরিত্রগুলিকে নিয়ে কোস্টারও খুব জনপ্রিয় হয়েছে৷
টিনটিন ও অ্যাসটেরিক্স
কমিকসের দুনিয়ায় টিনটিন ও অ্যাসটেরিক্সের দুর্নিবার আকর্ষণ আছে৷ বাংলা ও ইংরাজিতে টিনটিন ও অ্যাসটেরিক্সের বই নজর কাড়ছে এই বইমেলায়৷ টিনটিন সমগ্র যেমন বিক্রি হচ্ছে, তেমনই অ্যাসটেরিক্সের ফুল সেট মহার্ঘ হলেও বিক্রি হচ্ছে৷
বইয়ের টানে
দশদিনের এই বইমেলায় বইয়ের টানে মানুষ আসেন৷ বই কেনেন৷ নতুন নতুন বইয়ের খোঁজ নেন৷ উপন্যাসের মধ্যে ক্ল্যাসিকস বা বিখ্যাত রচনার আকর্ষণ এখনো আগের মতো আছে৷ শীর্ষেন্দু ও সুনীলের বই খোঁজ করে মানুষ কিনছেন৷ এমনবকী আশুতোষ মুখোপাধ্যায়ের বইয়ের খোঁজও অনেকে করছেন৷ নতুনদের মধ্যে আনন্দ পাবলিশার্সের স্টল থেকে বেশি বিক্রি হচ্ছে স্মরণজিৎ চক্রবর্তীর বই৷
ইংরাজি বইয়ের মধ্যে
ইংরাজিতেও ক্ল্যাসিকের বিক্রি বেশি৷ তাছাড়া নামকরা লেখকদের নতুন বইয়ের চাহিদা যথেষ্ট৷ এখনো মানুষ শেক্সপিয়র, ডিকেন্সের বইয়ের খোঁজ করছেন৷ আগাথা ক্রিস্টি ও ফেলুদার ইংরাজি বই খুব বিক্রি হচ্ছে৷