দিল্লির হয়ে খেলবেন ডেল পিয়েরো
৩০ আগস্ট ২০১৪ক্রিকেটে আইপিএল-এর সাফল্য অনুসরণ করে ভারতে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ৷ এই উপলক্ষ্যে বিভিন্ন শহরে নতুন ক্লাব গজিয়ে উঠেছে৷ আনা হচ্ছে দেশ-বিদেশের খেলোয়াড়দের৷ মোট ৮টি ক্লাব আগামী ১২ই অক্টোবর থেকে ২০শে ডিসেম্বর পর্যন্ত প্রথম মরসুমে খেলবে৷
আলেসান্দ্রো ডেল পিয়েরো শুধু ডায়নামোস দিল্লি ক্লাবেই খেলবেন না, তিনি গোটা ফুটবল লিগের ‘ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর'-ও হতে চলেছেন৷ অর্থাৎ ভারতে ফুটবলের ভাবমূর্তি ও জনপ্রিয়তা বাড়ানোর কাজেও তাঁর অবদান থাকবে৷ প্রায় ২ বছর তিনি অস্ট্রেলিয়ার সিডনি এফসি ক্লাবের হয়ে খেলেছেন৷ চলতি বছরের শুরুতেই তিনি সেখান থেকে বিদায় নেন৷ ২০০৬ সালে ইটালির বিশ্বকাপ বিজয়ী দলেও তিনি খেলেছেন৷ ৩৯ বছর বয়সেও খেলে যাচ্ছেন তিনি, একজন সক্রিয় ফুটবলারের পক্ষে যেটা বিরল ঘটনা৷
প্রথমে অস্ট্রেলিয়া, তারপর ভারত – ইউরোপ থেকে এত দূরে গিয়ে খেলতে কেন ভালবাসেন ডেল পিয়েরো? সব সময়ে ভিন্ন কিছু একটা করার ইচ্ছা জাগে তাঁর৷ নিজেকে তিনি ‘ফুটবলের স্বার্থে মুসাফির' হিসেবে দেখেন৷ শুধু খেলার মাঠ নয়, খেলার সঙ্গে যুক্ত সব বিষয়ই তাঁর পছন্দের৷ অস্ট্রেলিয়ায় খেলে ও ক্লাবকে সাফল্যের পথে এগিয়ে দিয়ে সন্তুষ্ট ডেল পিয়েরো৷ ভারতেও ফুটবলের উন্নতির ক্ষেত্রে নিজের ভূমিকা পালন করতে চান তিনি৷
অন্য যে সব বিদেশি খেলোয়াড় ভারতের নতুন ফুটবল লিগে খেলতে আসছেন, তাঁদের মধ্যে রয়েছেন জার্মানির মানুয়েল ফ্রিডরিশ, যিনি জার্মান জাতীয় দল ছাড়াও বুন্ডেসলিগার বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন৷ আছেন জুভেন্টাস ক্লাবেরই স্ট্রাইকার ডাভিড ট্রেসেগে, স্পেনের জোয়ান কাপডেভিলা ও লুইস গার্সিয়া৷ ইংল্যান্ডের নিউকাসেল ইউনাইটেড ক্লাবের প্রাক্তন স্ট্রাইকার ও ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় মাইকেল চোপড়াকেও মাঠে দেখা যাবে৷
এসবি / জেডএইচ (রয়টার্স, ডিপিএ)