1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিল্লির হয়ে খেলবেন ডেল পিয়েরো

৩০ আগস্ট ২০১৪

একের পর এক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন খেলোয়াড় যোগ দেওয়ায় ভারতে আসন্ন ফুটবল লিগ জমে উঠছে৷ এবার জুভেন্টাসের প্রাক্তন ফুটবলার ইটালির আলেসান্দ্রো ডেল পিয়েরো ডায়নামোস দিল্লি ক্লাবে খেলতে যাচ্ছেন৷

https://p.dw.com/p/1D3hS
Alessandro Del Piero vom Sydney FC
ছবি: Getty Images

ক্রিকেটে আইপিএল-এর সাফল্য অনুসরণ করে ভারতে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ৷ এই উপলক্ষ্যে বিভিন্ন শহরে নতুন ক্লাব গজিয়ে উঠেছে৷ আনা হচ্ছে দেশ-বিদেশের খেলোয়াড়দের৷ মোট ৮টি ক্লাব আগামী ১২ই অক্টোবর থেকে ২০শে ডিসেম্বর পর্যন্ত প্রথম মরসুমে খেলবে৷

আলেসান্দ্রো ডেল পিয়েরো শুধু ডায়নামোস দিল্লি ক্লাবেই খেলবেন না, তিনি গোটা ফুটবল লিগের ‘ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর'-ও হতে চলেছেন৷ অর্থাৎ ভারতে ফুটবলের ভাবমূর্তি ও জনপ্রিয়তা বাড়ানোর কাজেও তাঁর অবদান থাকবে৷ প্রায় ২ বছর তিনি অস্ট্রেলিয়ার সিডনি এফসি ক্লাবের হয়ে খেলেছেন৷ চলতি বছরের শুরুতেই তিনি সেখান থেকে বিদায় নেন৷ ২০০৬ সালে ইটালির বিশ্বকাপ বিজয়ী দলেও তিনি খেলেছেন৷ ৩৯ বছর বয়সেও খেলে যাচ্ছেন তিনি, একজন সক্রিয় ফুটবলারের পক্ষে যেটা বিরল ঘটনা৷

প্রথমে অস্ট্রেলিয়া, তারপর ভারত – ইউরোপ থেকে এত দূরে গিয়ে খেলতে কেন ভালবাসেন ডেল পিয়েরো? সব সময়ে ভিন্ন কিছু একটা করার ইচ্ছা জাগে তাঁর৷ নিজেকে তিনি ‘ফুটবলের স্বার্থে মুসাফির' হিসেবে দেখেন৷ শুধু খেলার মাঠ নয়, খেলার সঙ্গে যুক্ত সব বিষয়ই তাঁর পছন্দের৷ অস্ট্রেলিয়ায় খেলে ও ক্লাবকে সাফল্যের পথে এগিয়ে দিয়ে সন্তুষ্ট ডেল পিয়েরো৷ ভারতেও ফুটবলের উন্নতির ক্ষেত্রে নিজের ভূমিকা পালন করতে চান তিনি৷

অন্য যে সব বিদেশি খেলোয়াড় ভারতের নতুন ফুটবল লিগে খেলতে আসছেন, তাঁদের মধ্যে রয়েছেন জার্মানির মানুয়েল ফ্রিডরিশ, যিনি জার্মান জাতীয় দল ছাড়াও বুন্ডেসলিগার বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন৷ আছেন জুভেন্টাস ক্লাবেরই স্ট্রাইকার ডাভিড ট্রেসেগে, স্পেনের জোয়ান কাপডেভিলা ও লুইস গার্সিয়া৷ ইংল্যান্ডের নিউকাসেল ইউনাইটেড ক্লাবের প্রাক্তন স্ট্রাইকার ও ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় মাইকেল চোপড়াকেও মাঠে দেখা যাবে৷

এসবি / জেডএইচ (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য