দুঃখিনী গাবুরার কথা
দশ বছর আগে প্রলয়ংকরী জলোচ্ছ্বাস আইলার আঘাতে ক্ষতবিক্ষত হয়েছিল সাতক্ষীরা জেলার গাবুরা ইউনিয়ন৷ এখনও জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াই করেই গাবুরাবাসীদের বেঁচে থাকতে হচ্ছে৷
নিত্যসঙ্গী প্রাকৃতিক দুর্যোগ
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার একটি ইউনিয়ন গাবুরা৷ উপজেলা সদর থেকে পুরোই বিচ্ছিন্ন এ ইউনিয়নের একপাশে প্রমত্তা খোলপেটুয়া নদী, আরেকপাশে কপোতাক্ষ নদ৷ প্রাকৃতিক দুর্যোগ যেন সেখানকার বাসিন্দাদের নিত্যদিনের সঙ্গী৷
আয়তন কমছে গাবুরার
খোলপেটুয়া আর কপোতাক্ষ নদের অব্যাহত ভাঙনে দিন দিন ছোট হয়ে আসছে গাবুরার আয়তন৷ নতুন বাঁধ দেয়া হলেও সেটি আবার ভেঙে যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগে৷
নাজুক যোগাযোগ ব্যবস্থা
গাবুরা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থাও মারাত্মক নাজুক৷ পুরো ইউনিয়নে বেড়িবাঁধ আর কিছু কাচা সড়ক রয়েছে৷ এলাকায় চলাচলের একমাত্র বাহন মোটরবাইক৷ এছাড়া নৌকাযোগে আশপাশের বিভিন্ন এলাকায় যাতায়াত করেন সেখানকার মানুষ৷
ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ
কাজে দুর্নীতি ও সময়মতো সংস্কার না করায় পানি উন্নয়ন বোর্ডের উপকূল রক্ষা বেড়িবাঁধগুলো সবসময়ই ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে৷ ঝড়-বাদলের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় তাই শঙ্কায় থাকতে হয় ঐ জনপদের হাজার হাজার মানুষকে৷
সুপেয় পানির সংকট
আইলার আঘাতে বেড়িবাঁধ ভেঙে সমস্ত গাবুরা লোনা পানিতে তলিয়ে যাওয়ার পর থেকেই গাবুরায় দেখা দেয় সুপেয় পানির মারাত্মক সংকট৷ সেখানকার বেশিরভাগ এলাকাতেই ৩০০ ফুট গভীরতায়ও পানির স্তর পাওয়া যায়না৷ খাবার পানির জন্য ঐ এলাকার মানুষকে তাই ছুটতে হয় মাইলের পর মাইল৷
পুকুরের পানিও পান
বেসরকারি একটি গবেষণা প্রতিষ্ঠানের তথ্য মতে, গাবুরায় ৩৯ হাজার মানুষের জন্য কেবল একটি গভীর নলকূপ রয়েছে৷ তাই সেখানকার ৭৪ শতাংশেরও বেশি মানুষ সরাসরি পুকুরের পানি পান করেন৷ বাঁধ ভেঙে গেলে পুকুরের পানি দূষিত ও লবণাক্ত হয়ে পড়ে৷
নেই বিদ্যুৎ-সুবিধা
দ্বীপ ইউনিয়ন গাবুরায় নেই বিদ্যুৎ-সুবিধা৷ তবে সৌরবিদ্যুতের মাধ্যমে কিছু দোকানপাট ও বাড়িঘরে আলো জ্বালানোসহ সামান্য কিছু সুবিধা পান সেখানকার বাসিন্দারা৷
কমেছে চাষাবাদ
আইলার পর লবণাক্ততা ছড়িয়ে পড়ায় চাষাবাদের উপযোগী জমির সংখ্যা অনেক কমেছে৷ আইলার আগে গাবুরায় যেখানে ৮৮ শতাংশ জমিতে ধান চাষ করা হতো, সেখানে এখন ধান চাষ হয়না বললেই চলে৷
চিকিৎসার অভাব
গাবুরার বেশিরভাগ নারীর প্রজনন স্বাস্থ্য সমস্যা রয়েছে৷ শিশুরা ভুগছে অপুষ্টিতে৷ জায়গাটিতে বেসরকারি কিছু ক্লিনিক থাকলেও সেগুলোর সেবার মান উন্নত নয়৷ যোগাযোগ ব্যবস্থার দুর্দশার কারণে চিকিৎসা নিতে জেলা কিংবা উপজেলার হাসপাতালে যেতে পারেন না অনেকেই৷
কমে যাচ্ছে গাছপালা
মারাত্মক লবণাক্ততার কারণে গাছপালা ভালো জন্মে না গাবুরায়৷ দিন দিন তাই গাছপালা কমে যাচ্ছে জায়গাটিতে৷
সাইক্লোন শেল্টারের অভাব
আইলা কবলিত এ বিশাল জনপদে যতগুলো সাইক্লোন শেল্টার রয়েছে, তা প্রয়োজনের তুলনায় অনেক কম৷
কাঁকড়া চাষে প্রসার
মাত্রাতিরিক্ত লবণাক্ততার কারণে গাবুরায় কৃষি খামার কমলেও প্রসার ঘটেছে কাঁকড়া চাষের৷ অল্প পুঁজি নিয়ে সামান্য জমিতে কাঁকড়া চাষ করে অনেকেই জীবিকা নির্বাহ করছেন৷
চিংড়ি চাষ
গাবুরার কৃষিজমিগুলোর বেশিরভাগই এখন ব্যবহৃত হয় চিংড়ি চাষের কাজে৷ জমিতে বাঁধ দিয়ে লবণ পানি সংরক্ষণ করে তাতে অনেকেই চিংড়ি চাষ করছেন৷