1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুই বাংলার ছবি ‘মনের মানুষ’ আসছে

২৩ অক্টোবর ২০১০

পরিচালক গৌতম ঘোষের নতুন ছবি মনের মানুষ আসছে ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে৷ বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায় সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস মনের মানুষ অবলম্বনে এই ছবি৷

https://p.dw.com/p/Pltb
ছবি: Harun Ur Rashid Swapan

অভিনয় করেছেন দুই বাংলার শিল্পীরা৷ এ ছবিতে বাংলাদেশের শিল্পীদের মধ্যে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, চম্পা, রোকেয়া প্রাচী, চঞ্চল চৌধুরীসহ অনেকেই৷ কলকাতার শিল্পীদের মধ্যে রয়েছেন প্রসেনজিৎ, পাওলি দামসহ আরও অনেকে৷

ভারতীয় একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে গৌতম ঘোষ জানালেন ছবিটির সব কাজ শেষ৷ তিনি বলেন, আসলে অনেকদিন ধরেই ইচ্ছা ছিল শুধু লালন বা তাঁর মতো চরিত্রকে নিয়ে কাজ করার৷ যাদেরকে একটা সমান্তরাল স্রোত বা চোরা স্রোত বলা যেতে পারে৷ কিন্তু তাদের বিচরণ ছিল সাধারণ মানুষের মধ্যে- নিম্নবর্গীয় মানুষ; যাদের সমাজ নিচু জাত বলে৷ উচ্চশ্রেণীর সঙ্গে এদের কোনো যোগাযোগ নেই৷ এসব মানুষের চিন্তাভাবনা খুব উচ্চস্তরের ছিল, সেটা অনেকেই জানে না৷

গৌতম ঘোষ বলেন, ঊনবিংশ শতাব্দিতে আমাদের একটা রেনেসাঁ হয়েছিল, তার একটা সুদূরপ্রসারী ফলও আমরা দেখতে পেয়েছি৷ কিন্তু তার সমান্তরালে অসহিষ্ণুতা, অসাম্যতার বিরুদ্ধে আরেকটা স্রোত চলছিল৷ যেখানে একটা মুক্তচিন্তার অস্তিত্ব ছিল৷ তখন থেকে আঠারো শতকের ইউরোপীয় উদারপন্থী ঐতিহ্য ঢুকে গেছে আমাদের উচ্চশ্রেণী বা মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে৷ কিন্তু এর পাশাপাশি যে সমান্তরাল একটা চিন্তাভাবনা যার কাব্যময়তার সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা ছিল-সেই ইতিহাস নিয়ে আমাদের খুব একটা কাজ করা হয়নি৷ পরবর্তীতে গবেষণা হয়েছে লালন ফকিরকে নিয়ে৷ অন্যান্য সম্প্রদায় নিয়েও গবেষণা শুরু হয়েছিল৷

তিনি জানান, সাম্প্রদায়িক মানসিকতার ফসল হিসেবে বাবরি মসজিদ ধ্বংসের পর তাঁর মনে হয়েছে এই ধরণের মানুষকে নিয়ে ছবি করা উচিত৷ তাঁর কথায়, তখন আমি লালন ফকির নিয়ে পড়াশুনা করেছিলাম খানিকটা৷ তাঁর গান আমাকে অনুপ্রাণিত করেছিল৷ সে সময় নানা কারণে ছবিটা নির্মাণ করা হয়ে ওঠেনি৷ তিনি বলেন, বর্তমানে যোগাযোগ ব্যবস্থায় বিজ্ঞান ব্যাপক উন্নয়ন ঘটালেও মানুষের সাথে মানুষের বিভেদ বেড়েই চলছে৷ ফলে আমার মনে হয়, লালন ফকির এবং তাঁর সময় নিয়ে ছবি নির্মাণের এটাই ঠিক সময়৷ সেই ভাবনা থেকেই দুই বাংলাকে নিয়ে এই ছবি৷

আগামী মাসে শুরু হচ্ছে ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ এতে প্যানারোমা বিভাগে বাংলা চলচ্চিত্র ‘মনের মানুষ' প্রদর্শনী হবে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: রিয়াজুল ইসলাম