1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতি মামলায় ধৃত পশ্চিমবঙ্গের মন্ত্রী

পায়েল সামন্ত কলকাতা
২৩ জুলাই ২০২২

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তার ‘ঘনিষ্ঠ' একজনের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি টাকা, গহনা, বিদেশি মুদ্রা৷ এ নিয়ে রাজ্য তোলপাড় হলেও তৃণমূল শীর্ষ নেতৃত্ব কার্যত নীরব৷

https://p.dw.com/p/4EXxy
দীর্ঘ ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তারছবি: Abp Photo/Sudipta Bhowmick

ম্যারাথন প্রশ্নের পর গ্রেপ্তারি

পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে যে মামলা হয়েছে, তার তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডি৷ এই মামলায় নজরে ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তাকে একাধিকবার নিজেদের দফতর ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷ শুক্রবার সাত সকালে কোনো আগাম নোটিস ছাড়াই পার্থর দক্ষিণ কলকাতার নাকতলার বাড়িতে হাজির হন ইডি আধিকারিকরা৷ রাতভর জেরা চলে৷ অবশেষে আজ স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মন্ত্রীকে গ্রেফতার করে ইডি৷ দীর্ঘ ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর এই গ্রেপ্তারি৷ শারীরিক পরীক্ষার আগে মন্ত্রী শুধু জানিয়েছেন, তিনি দলীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করতে পারেননি৷ এদিকে, বিচারক জানিয়েছেন, এই মামলা শোনার এক্তিয়ার তার নেই৷ তাই এমপি-এমএলএ আদালত না খোলা পর্যন্ত পার্থকে ইডির হেফাজতে রাখা হবে৷

মন্ত্রী ‘ঘনিষ্ঠের' বাড়িতে টাকা, গহনা

পার্থর কাছে পরিস্থিতি শুক্রবারই বেশ ঘোরালো হয়ে উঠেছিল৷ দুর্নীতি মামলার তদন্তে গতকাল একসঙ্গে ১৩টি জায়গায় তল্লাশি শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি৷ এর মধ্যে মন্ত্রীর ‘ঘনিষ্ঠ' বলে পরিচিত অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতেও হানা দেন আধিকারিকরা৷ তল্লাশিতে উদ্ধার হয় নগদ ২১ কোটি ২০ লক্ষ টাকা৷ কেন্দ্রীয় সংস্থা সূত্রের খবর, এর সঙ্গে মিলেছে ৭৯ লক্ষ টাকার গহনা, ৫৬ লক্ষ টাকার বিদেশি মুদ্রা৷ সরকারি খামে ভরা টাকা উদ্ধার হয়েছে অর্পিতার বাড়ি থেকে৷ এ ছাড়া কলকাতা ও শহরতলিতে থাকা আটটি ফ্ল্যাটের দলিলও মিলেছে বলে সূত্রের খবর৷ পাওয়া গিয়েছে ২০টি মোবাইল। প্রথমে আটক রাখার পর অর্পিতাকেও গ্রেপ্তার করা হয়৷

আটক অর্পিতার মায়ের বক্তব্য, ‘‘মেয়ে মডেলিং-এর সঙ্গে যুক্ত ছিল৷ ওড়িশার ছবিতে অভিনয় করেছে৷ প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিল৷ দু'দিন আগেও বাড়িতে এসেছিল অর্পিতা৷ তবে মেয়ে আর কী করে, তা জানি না৷''

আরো এক নারীর কথা তদন্তের সূত্রে উঠে আসছে৷ তিনি বোলপুরের মোনালিসা দাস৷ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোনালিসার বেশ কয়েকটি ফ্ল্যাটের খোঁজ মিলেছে৷ তিনিও মন্ত্রীর ‘ঘনিষ্ঠ' বলে ইডি সূত্রের দাবি

‘শীর্ষ নেতৃত্ব কী পদক্ষেপ নেন, সেটা দেখার’

তৃণমূল নীরব, বিরোধীরা সরব

পার্থ চট্টোপাধ্যায় শুধু রাজ্যের মন্ত্রী নন, তিনি শাসক দলে উচ্চপদাধিকারী৷ তৃণমূলের মহাসচিব পার্থকে জিজ্ঞাসাবাদ বা অর্পিতার বাড়িতে টাকা-গহনা উদ্ধারের পরিপ্রেক্ষিতে কার্যত মুখ বন্ধ রেখেছেন শীর্ষ নেতারা৷ গতকাল প্রাথমিকভাবে শাসক দল একে রাজনৈতিক প্রতিহিংসার তকমা দিয়েছিল৷ যদিও পরে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ প্রতিক্রিয়া দেন, এর সঙ্গে শাসক দলের কোনো যোগ নেই৷ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, ‘‘তৃণমূল সাধারণ মানুষকে লুট করেছে৷ সরকারি টাকা লুট করেছে, এর সঙ্গে গোটা তৃণমূল জড়িত, শুধু পার্থবাবু নন৷''

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া, ‘‘হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি৷ মন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে যদি ২০ কোটি টাকা থাকে, তা হলে মন্ত্রীর সম্পত্তি কত? কান পর্যন্ত হাত গিয়েছে, এ বার আরো উপরের মাথাদের ধরতে হবে৷''

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মন্তব্য, ‘‘প্রাক্তন শিক্ষামন্ত্রী কী শিক্ষা দিলেন? চুরি কর, কিন্তু চুরির টাকা বাড়িতে রেখো না!''

তদন্ত কোন পথে

গ্রেফতারির পর শারীরিক পরীক্ষার জন্য পার্থকে নিয়ে যাওয়া হয় জোকার ইএসআই হাসপাতালে৷ সেখান থেকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়৷ তাকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় কেন্দ্রীয় সংস্থা৷ ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে

সহযোগিতা করছিলেন না মন্ত্রী৷ এমনকী গ্রেফতারির নথিতেও সই করতে অস্বীকার করেছেন৷ শেষ পর্যন্ত আধিকারিকদের চাপে সই করতে বাধ্য হন৷

এসএসসি দুর্নীতি মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে বলে খবরে জানা গেছে, এসএসসি ও প্রাথমিক টেট মামলায় নিয়োগের ক্ষেত্রে বিপুল টাকা লেনদেনের যে অভিযোগ উঠেছে, তার সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রীর যোগ খতিয়ে দেখতে চাইছে ইডি৷

কতটা সমস্যায় তৃণমূল?

দলের সিনিয়র নেতার গ্রেফতারিতে তৃণমূলের অস্বস্তি বেড়েছে৷ দুদিন আগেই ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও পার্থর বিরুদ্ধে অভিযোগ উঠলেও তাকে মন্ত্রিসভা বা দলীয় পদ থেকে সরানো হয়নি৷

পর্যবেক্ষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় ডয়চে ভেলেকে বলেন, ‘‘এতে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে৷ শীর্ষ নেতৃত্ব কী পদক্ষেপ নেন, সেটা দেখার৷ তবে শুধু গ্রেফতারিতে কিছু এসে যেত না৷ কোটি কোটি টাকা উদ্ধার হওয়ায় জনমানসে প্রভাব পড়বে৷''

গ্রেফতারি হল, চাকরি হবে?

লক্ষ লক্ষ টাকা ঘুস নিয়ে এসএসসি-র মেধা তালিকা বদল ঘটানো হয়েছে বলে অভিযোগ হবু শিক্ষকদের৷ মাসের পর মাস যোগ্য প্রার্থীরা কলকাতায় পথের ধারে বসে অনশন-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন৷ পার্থর গ্রেফতারির পর এ দিন তাদের ধরনা মঞ্চে যান সিপিএম নেতা সুজন চক্রবর্তী৷ গান্ধিমূর্তির নীচে ৪৯৬ দিন ধরে চলছে এই অবস্থান৷ বিক্ষোভকারীরা পার্থর গ্রেফতারিতে স্বস্তি পেয়েছেন, কিন্তু তারা সন্তুষ্ট নন৷

আন্দোলনকারী সুখেন সরকার, অভিষেক সেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘দোষীরা ধরা পড়ুক, শাস্তি পাক, কিন্তু তদন্তের সঙ্গে নিয়োগের সম্পর্ক নেই৷ যাদের বঞ্চিত করা হয়েছে, তারা নিয়োগ কবে পাবেন?৷''