1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেহাই পেলেন না প্রধানমন্ত্রীও

৩০ মে ২০১২

প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর দিকেও দুর্নীতির অভিযোগ তুললো দুর্নীতি-বিরোধী আন্না শিবির৷ দাবি, এই অভিযোগের নিরপেক্ষ তদন্ত৷ অভিযোগ, ২০০৫ থেকে ২০০৯ সালে কয়লা খনি নিলাম না করে বণ্টন করা হয়েছিল প্রাইভেট কোম্পানিগুলিকে৷

https://p.dw.com/p/154UD
ছবি: AP

রেহাই পেলেন না প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং৷ দুর্নীতি-বিরোধী আন্না টিম কম্পট্রোলার ও অডিটর জেনারেল সংক্ষেপে সিএজি রিপোর্ট এবং অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযোগ এনেছে, ২০০৪ সাল থেকে ২০০৯ সালের মধ্যে কয়লা খনি নিলাম না করে বণ্টন করা হয়েছিল প্রাইভেট কোম্পানিগুলিকে৷ সে সময় কয়লা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল প্রধানমন্ত্রীর হাতে৷ এক হিসেব অনুযায়ী, এর ফলে সরকারের লোকসান হয় ১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা৷

এই অভিযোগে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রধানমন্ত্রী সরাসরি আন্না টিমের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন৷ মিয়ানমার থেকে দেশে ফেরার পথে নিজস্ব বিমানে সফরসঙ্গী সাংবাদিকদের তিনি বলেন, তাঁর বিরুদ্ধে আন্না টিমের কোনো অভিযোগ প্রমাণিত হলে, তিনি রাজনীতি ছেড়ে দেবেন৷ এই ধরণের দায়িত্বজ্ঞানহীন অভিযোগ দুর্ভাগ্যজনক৷

Anna Hazare
আন্না হাজারেছবি: AP

এর উত্তরে আন্না শিবিরের অন্যতম সদস্য অরবিন্দ কেজরিওয়াল সংবাদ মাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে কী করে যদি না নিরপেক্ষ তদন্ত হয়? দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী বলেছেন এই অভিযোগ ভিত্তিহীন, দায়িত্বজ্ঞানহীন৷ এই অভিযোগ কিন্ত আন্না টিম করেনি, করেছে ভারতের সাংবিধানিক সংস্থা সিএজি৷ প্রধানমন্ত্রী কী সিএজি'কেও বলবেন দায়িত্বজ্ঞানহীন?

আন্না টিমের অন্য সদস্য সুপ্রিম কোর্টের বিচারপতি সন্তোষ হেগড়ে অবশ্য এই অভিযোগ থেকে নিজেকে দূরে রেখেছেন৷ বলেছেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি প্রমাণের তথ্যপ্রমাণ যথেষ্ট নয়৷ অবশ্য প্রধানমন্ত্রী নিজেকে কলঙ্কমুক্ত করতে নিরপেক্ষ তদন্তের আদেশ দিতে পারেন৷

কেন্দ্রীয় আইনমন্ত্রী সালমান খুর্শীদের বক্তব্য, প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার সদস্যদের কথা ছেড়ে দিলাম, একজন সাধারণ মানুষের বিচার মিডিয়ার সামনে বা রাস্তায় দাঁড়িয়ে হয়না৷ দেশে আইনের শাসন আছে৷ আসলে আন্না শিবিরের উদ্যেশ্য, তাদের ইচ্ছামত লোকপাল বিল পাশ না করলে তারা একটার পর একটা অভিযোগ আনতে থাকবে৷ সরকার তার দায়বদ্ধতার কথা মাথায় রেখে এই চাপের কাছে নতি স্বীকার করবে না৷

বিজেপি'র মন্তব্য, এক অসৎ সরকারের সৎ প্রধানমন্ত্রী৷ তাই তদন্ত হওয়া উচিত৷ সিজারের পত্নি সন্দেহের ঊর্ধ্বে থাকবে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য