দুর্যোগ প্রতিরোধে বাংলাদেশ দ্বিতীয় নম্বরে
বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় কতটা প্রস্তুত? বিশ্বের অনেকেরই মনে করেন বাংলাদেশ সেখানে দ্বিতীয় সেরা৷ সারাবিশ্বের এক লাখ ২৫ হাজার মানুষের সাক্ষাৎকারের ভিত্তিতে তালিকা করেছে অ্যামেরিকান অ্যানালিটিক্স প্রতিষ্ঠান গ্যালাপ৷
গ্যালাপের জরিপ
২০২১ সালে ১২১ দেশের এক লাখ ২৫ হাজার মানুষের সাক্ষাৎকার নেয় গ্যালাপ৷ তারা এমন সব জায়গাতে গিয়ে মানুষকে দুর্যোগ নিয়ে প্রশ্ন করেছেন, যেখানে এ সংক্রান্ত কোন সঠিক ডেটাই নেই৷
দুর্যোগ প্রতিরোধে আরব আমিরাত শীর্ষে
সাক্ষাৎকারে একটি প্রশ্ন ছিল, তাদের বিচারে কোন দেশ দুর্যোগ মোকাবেলায় কতটা প্রস্তুত? সেখানে দেখা গেছে, আরব আমিরাতের প্রতি মানুষের আস্থা সবচেয়ে বেশি৷ তাদের সরকার দুর্যোগ মোকাবেলায় ৮০ ভাগ প্রস্তুত৷
বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে
জরিপে অংশগ্রহণকারীরা মনে করেন, বাংলাদেশের সরকার ৭৫ ভাগ প্রস্তুত দুর্যোগ মোকাবেলায়৷
দক্ষিপূর্ব এশিয়াতেও আস্থা
আরব আমিরাত ও বাংলাদেশের পর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে দক্ষিণপূর্ব এশিয়ার তিন দেশ- ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর৷ এর মধ্যে ফিলিপাইন্সে মানুষের আস্থা ৭৫ ভাগ, এবং ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে ৭৩ ভাগ৷
আফগানিস্তান সবার নীচে
আফগানিস্তান তালিকায় সবার নীচে৷ তাদের ওপর মানুষের আস্থা ১২ ভাগ৷
জাতীয় সরকারে আস্থা খুব বেশি নয়
মানুষ ভবিষ্যতের দুর্যোগ মোকাবেলায় জাতীয় সরকারের ওপর স্থানীয় সরকারের চেয়ে খুব বেশি আস্থা রাখেননি৷ যেখানে স্থানীয় সরকারে তাদের আস্থা ৪৮%, সেখানে জাতীয় সরকারে ৫১%- মাত্র ৩ ভাগ বেশি৷