1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধভারত

দু্র্ঘটনার পর দেহ ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল গাড়ি

২ জানুয়ারি ২০২৩

দিল্লির ২০ বছর বয়সি মেয়ের স্কুটিতে ধাক্কা মারে একটি গাড়ি। তার দেহ প্রায় ১২ কিলোমিটার ঘষটে নিয়ে যায় গাড়িটি।

https://p.dw.com/p/4LcoW
ছবি: Nasir Kachroo/NurPhoto/picture alliance

আবার এক ভয়াবহ ঘটনার সাক্ষী থাকলো দিল্লি। পুলিশ জানিয়েছে, নতুন বছরের রাতে দিল্লির সুলতানপুরিতে এই ঘটনা ঘটেছে। একটি মারুতি-সুজুকি ব্যালেনো গাড়িতে পাঁচজন ছিল। তারাই এই ঘটনা ঘটিয়েছে। তবে মেয়েটির পরিবারের অভিযোগ, মেয়েটিকে আগে ধর্ষণ বা যৌন হেনস্থা করার পর গাড়ির তলায় ফেলে নিয়ে যাওয়া হয়েছে। এটা নির্ভয়ার মতো আরেকটি ঘটনা।

পুলিশ জানিয়েছে, গাড়ির সব আরোহীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন ক্রেডিট কার্ড কালেকশন এজেন্ট, একজন পেশাদার ড্রাইভার ও একজন রেশন দোকানের মালিক।

কী হয়েছিল?

নতুন বছরকে স্বাগত জানানোর জন্য তখন উৎসবে মেতে দিল্লির মানুষ। রাত তিনটের পর স্কুটিটিকে ধাক্কা মারে ওই গাড়িটি। তারপর তারা ১০-১২ কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়ে যায়। মেয়েটি তখন গাড়ির নিচে। তার শরীর গাড়ির নিচের অংশের সঙ্গে জড়িয়ে যায়। তিনটে বেজে ২৪ মিনিটে পুলিশ কন্ট্রোল রুমে ফোন যায়, সুলতানপুরিতে একটি গাড়ি এক নরীর দেহ নিয়ে চলছে। চারটে ১১ মিনিটে আবার ফোন আসে, একটি মেয়ের দেহ রাস্তায় পড়ে আছে।

তারপর পুলিশ তৎপর হয়। মেয়েটির দেহ উদ্ধার হয়। গাড়িটি আটক করা হয়। স্কুটি উদ্ধার হয়। মেয়েটির বাবা কয়েক বছর আগে মারা গেছেন। তার মা আছেন। তাছাড়া চার বোন ও দুই ভাই আছে।

পরিবারের অভিযোগ

মেয়ের কাকা প্রেম সিং জানিয়েছেন, সকাল ১১টা নাগাদ মেয়ের মা পুলিশের কাছ থেকে ফোন পান। বলা হয়, তার মেয়ে মারা গেছে। তার দেহ পোস্ট মর্টেম করার জন্য পাঠানো হয়েছে।

থানায় গিয়ে তারা দেখেন, সর্বত্র রক্ত। গাড়ি ও স্কুটি সেখানে ছিল। কিন্তু কোথায় দুর্ঘটনা ঘটেছে, তা পুলিশ জানায়নি।

তার দাবি, এটা আরেকটা নির্ভয়ার মতো ঘটনা। ওই মানুষগুলি খারাপ উদ্দেশ্য নিয়ে কিছু করেছে। তারা বিচার চান।

জিএইচ/এসজি (পিটিআই, এএনআই)